৭ বছরের এক শিশু খেলতে খেলতে অসাবধানতাবশত একটি কয়েন গিলে ফেললে সংকটময় পরিস্থিতি তৈরি হয়। কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় শিবিরের দ্রুত পদক্ষেপে শিশুটির বিপদ এড়ানো সম্ভব হয়।
সংকটময় পরিস্থিতিতে বসুলডাঙ্গার সেবাশ্রয় শিবিরটি গুরুত্বপূর্ণ চিকিৎসা সহায়তা প্রদান করে, যা প্রমাণ করে যে সহজলভ্য স্বাস্থ্যসেবা কতটা গুরুত্বপূর্ণ এবং এই উদ্যোগ কতটা প্রতিশ্রুতিবদ্ধ জীবন রক্ষাকারী সহায়তা প্রদানে।
সময়মতো সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে শিশুটির বাবা হোসেন খান বলেন, “আমার ছেলে খেলতে খেলতে একটি কয়েন গিলে ফেলে। আমরা তাকে বসুলডাঙ্গার সেবাশ্রয় শিবিরে নিয়ে যাই, সেখান থেকে চিকিৎসকরা তাকে ডায়মণ্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে আমরা সম্পূর্ণ সহায়তা ও যত্ন পেয়েছি। আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার ধন্যবাদ জানাই।”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেল পোস্টে লেখে,”A heart-stopping moment was averted at the #Sebaashray camp when a seven-year-old child from Diamond Harbour accidentally swallowed a coin. Thanks to the prompt intervention of the doctors, the child was swiftly referred to Diamond Harbour Medical College for treatment. We’re relieved to share that he is fully recovered and healthy once again.”