সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
“অনেকে বলছেন বাইক নিয়ে বেরিয়েছে কিন্তু হেলমেট বাড়িতে ফেলে এসেছি। আবার কারুর বক্তব্য হেলমেট কখন বাইক থেকে পড়ে গেছে বুঝতেই পারিনি! এগুলো অজুহাত বলে মনে হয়েছে আমাদের। যারা হেলমেট ছাড়া বাইক নিয়ে বেরোচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো হেলমেট যদি বাড়িতে থাকে তাহলে বাইকটাও বাড়িতেই রেখে আসুন।” এভাবেই সোনারপুরে পথও নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান থেকে হেলমেট বিহীন বাইক চালকদের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি দিলেন সোনারপুর থানার ইন্সপেক্টর-ইন-চার্জ আশিস দাস।
আজ সোমবার থেকে সোনারপুরে শুরু হল পথ নিরাপত্তা সচেতনতা উদযাপন সপ্তাহ পালন।
অনুষ্ঠানের উদ্বোধনে সোনারপুরের স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকেই পথনিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বক্তব্য রাখেন সোনারপুর থানার আধিকারিক আশিস দাস, সোনারপুর ট্রাফিক গার্ডের আধিকারিক, নরেন্দ্রপুর থানার আইসি এবং বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা।
সোনারপুর মোড়ে এই অনুষ্ঠানের আগেই হেলমেট বিহীন বাইক আরোহীদের ধরার পরে আজকের দিনে তাদের কোনো ফাইন না করলেও পুলিশ আধিকারিকরা বোঝানোর পাশাপাশি নতুন হেলমেট পরিয়ে দেন গান্ধী গিরির পথে।
তবে এর পাশাপাশি বুঝিয়ে দেওয়া হয়েছে প্রথমে পথ দুর্ঘটনা নিয়ে সচেতন করার পাশাপাশি হেলমেট দেওয়া হলেও এর পরের দিন থেকে যদি হেলমেট ছাড়া তারা বাইক নিয়ে বেরোন তাহলে কিন্তু জরিমানা দিয়ে তবেই বাড়ি ফিরতে হবে।