ব্রেকিং
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Guillain Barre Syndrome : ছড়াচ্ছে স্নায়ুর বিরল রোগ, কলকাতাতেও আক্রান্ত ২, মহারাষ্ট্রে মৃত্যুর খবর

Guillain Barre Syndrome : ছড়াচ্ছে স্নায়ুর বিরল রোগ, কলকাতাতেও আক্রান্ত ২, মহারাষ্ট্রে মৃত্যুর খবর

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। এবার নয়া আতঙ্ক। ভারতের এক রাজ্যে হু হু করে ছড়াচ্ছে বিরল স্নায়বিক ব্যাধি। গুলেন বারি সিনড্রোম (জিবিএস)। ইতিমধ্যেই এই অসুখে আক্রান্তের সংখ্যা শতাধিক। একটি সূত্রের দাবি, ইতিমধ্যেই এই অসুখে আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে একজনের। সোলাপুর থেকে....

Guillain Barre Syndrome : ছড়াচ্ছে স্নায়ুর বিরল রোগ, কলকাতাতেও আক্রান্ত ২, মহারাষ্ট্রে মৃত্যুর খবর

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। এবার নয়া আতঙ্ক। ভারতের এক রাজ্যে হু হু করে ছড়াচ্ছে বিরল স্নায়বিক....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

এবার নয়া আতঙ্ক। ভারতের এক রাজ্যে হু হু করে ছড়াচ্ছে বিরল স্নায়বিক ব্যাধি। গুলেন বারি সিনড্রোম (জিবিএস)। ইতিমধ্যেই এই অসুখে আক্রান্তের সংখ্যা শতাধিক। একটি সূত্রের দাবি, ইতিমধ্যেই এই অসুখে আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে একজনের। সোলাপুর থেকে একজনের সন্দেহভাজন জিবিএস-আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোলাপুর ছাড়াও, মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ পুণে , পিম্পরি চিঞ্চওয়াড়, পুণে গ্রামীণ এবং আশেপাশের কয়েকটি জেলায় জিবিএস-উপসর্গ নিয়ে আরও ১৮ জনকে শনাক্ত করেছে । বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১০১ রোগীর মধ্যে ১৬ জন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। রোগীদের মধ্যে ৬৮ জন পুরুষ,৩৩ জন মহিলা।

চিকিৎসকদের মতে এটি একটি স্নায়বিক অটোইমিউন রোগ।
উপসর্গ হালকা থেকে গুরুতর হতে পারে। এই অসুখে আক্রান্ত হলে পেশী দুর্বল হয়ে পড়ে। কাঁপুনি আসতে পারে। সঙ্গে গায়ে-হাতে-পায়ে অসম্ভব ব্যথা অনুভূত হতে পারে। শ্বাসকষ্ট, হার্ট ও রক্তচাপের সমস্যা হতে পারে। ভয়াবহ ক্ষেত্রে পক্ষাঘাতে আক্রান্ত হতে পারেন রোগী।

জেনে নেওয়া যাক এই অসুখ নিয়ে কী বলছে WHO ?

Guillain-Barré syndrome (GBS) বিরল রোগের মধ্যেই পড়ে । এর কারণ সম্পূর্ণরূপে জানা যায় না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত বলে মনে হয়। এটি ইমিউন সিস্টেমকে সরাসরি আক্রমণ করে। ক্যামপিলোব্যাক্টর জেজুনি ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে এই সমস্যা দেখা দিতে পারে। প্রথমে এই রোগের উপসর্গ হিসবে দেখে যায় বমি বমি ভাব, ডায়রিয়া। আশার কথা একটাই এই অসুখ থেকে সেরে ওঠার হার বেশ ইতিবাচক।

হু এর মতে , Guillain-Barré সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের যত দ্রুত সম্ভব চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা দরকার। উপসর্গ অনুসারে চিকিৎসার দরকার। সঙ্গে প্রয়োজন হতে পারে কিছু ইমিউনোলজিক্যাল থেরাপির।

কোন কোন উপসর্গ দেখলেই হতে হবে সতর্ক

হাত-পায়ে দুর্বলতা অনুভব হতে পারে।
শরীর কাঁপতে পারে।
পেশী দুর্বলতা, প্যারালিসিসের মতো অবস্থা হতে পারে।
হাত এবং পায়ে সাড় চলে যেতে পারে।
গিলতে বা কথা বলতে অসুবিধা হতে পারে।
পায়ে বা পিঠে তীব্র ব্যথা অনুভব হতে পারে।
ভোগাতে পারে শ্বাসকষ্ট, মাথা ঘোরা।
ঝাপসা দৃষ্টি, অস্বাভাবিক হৃদস্পন্দন বা উচ্চ রক্তচাপও এর লক্ষণ ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর