রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক অভিনেত্রী দিশা পাটানি। গ্ল্যামারাস রূপের পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও চর্চায় থাকেন তিনি।
দিশা পাটানি (Disha Patani)সেই সুন্দরীদের মধ্যেই একজন যিনি খুব অল্প সময়েই বলিউডে জায়গা করে নিয়েছেন। তাঁর ফিটনেস দেখে সবাই প্রশংসা করেন সবসময়ই।
এছাড়াও তাঁর সৌন্দর্যের জন্যেও পাগল অনেকেই। দিশার স্টাইলিং ও ফ্যাশন সেন্সের জন্য সবসময় তাঁকে নিয়ে আলোচনা হয়। কারণ, দিশা যেমন পোশাকই ক্যারি করুন না কেন, তাঁর হটনেস উপচে পড়ে।
বলিপাড়ার ফিটনেস ফ্রিক অভিনেত্রীদের মধ্যে দিশা পাটানি রয়েছেন প্রথম সারিতে। সর্বদাই সেক্সি ফিগারে ঝড় তুলতে সিদ্ধহস্ত দিশা পাটানি।

সাহসী পোশাকে নিজেকে মেলে ধরতে কখনওই পিছপা হননা দিশা। বরং টোনড ফিগারে ভক্তদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত টাইগারের প্রাক্তন প্রেমিকা।
তিনি সাধারণ লুকেও বোল্ড টাচ দেন। দিশা এত সুন্দর ড্রেস পরেন, তাঁর নিখুত ফিগারের কার্ভগুলিও হাইলাইট হয়। তিনি কার্ভও সুন্দরভাবে ফ্লন্ট করেন।

এবারও ঠিক তেমনই দেখা গেল। দিশা একটি বোল্ড ও গ্ল্যামারাস লুকে প্রকাশ্যে এলেন।
তাঁর সাম্প্রতিক ফটোশ্যুটে দিশাকে এতটাই সুন্দর দেখতে লাগছে যে, ছবি থেকে চোখ সরানো যাচ্ছে না। নিজের জন্য অসাধারণ একটি ড্রেস বেছে নিয়েছেন তিনি।
২০১৫ সালে তামিল ছবি ‘লোফার’ দিয়ে বলিউডে পা রাখেন দিশা পাটানি। বলিউডে তাঁর প্রথম কাজ ‘এমএস ধোনি’। টাইগার শ্রফের সঙ্গে কাজ করেছেন ‘বাঘি ২’ ছবিতে। ছিলেন সলমন খানের ‘ভারত’-এ। ‘মালঙ্গ’, ‘রাধে’, ‘এক ভিলেন রিটার্নস’-এ ও দেখা গিয়েছে তাঁকে।
অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে দিশার সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি বলিউডে। সম্প্রতি নাকি বিচ্ছেদ হয়েছে এই জুটির। টাইগারের ঘনিষ্ঠ সূত্র, বিচ্ছেদের খবরে সিলমোহরও দিয়েছিলেন। এর আগেও অবশ্য প্রেম নিয়ে তাঁরা মুখ খোলেননি। তবে একসঙ্গে এয়ারপোর্ট আবার কখনও মুম্বইয়ের কোনও পশ রেস্তোরাঁয় ডিনার ডেটে দেখা মিলেছে তাঁদের। এমনকি টাইগারের বাড়িতেও যাতায়াত ছিল দিশার।
দিশা নিজের জন্য একটি মিনি ড্রেস বেছে নিয়েছিলেন। তার প্যাটার্নটি পুরোপুরি স্কিনফিট ছিল। স্কিনফিট হওয়ার জন্য এই ড্রেসটি খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট দিচ্ছিল দিশার ফিগারকে। দিশা নিজেও ড্রেসটি দারুণভাবে ক্যারি করেছিলেন।
এর আগে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ইডেন গার্ডেন্সে পারফর্ম করেছিলেন দিশা পাটানি পাশাপাশি শ্রেয়া ঘোষাল সংগীত অনুষ্ঠান পরিবেশন করেন।
দিশা পাটানিকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। যত দিন যাচ্ছে ততই যেন নিজের শরীরী উষ্ণতায় লাস্যময়ী হয়ে উঠছেন দিশা পাটানি। নেটদুনিয়ায় খোলামেলা পোশাক পরে হামেশাই ছবি পোস্ট করে থাকেন দিশা পাটানি।
Palak Tiwari : খোলামেলা বিকিনিতে শুধুই শরীরী মাদকতা, এই বলিউড সুন্দরীর প্রেমেই নাকি মজেছেন সইফপুত্র
আর তা দেখতেই যেন হামলে পড়ে ভক্তরা। বলিউডে পা রাখার পর থেকেই দর্শকমন জিতে নিয়েছেন দিশা পাটানি। মাত্র কয়েকটি ছবি করেই বি-টাউনে বাজিমাত করেছেন দিশা।
অন্তর্বাসের ছবি দিয়ে যতটা সরগরম করেছেন পেজ থ্রির পাতা, ততটা কিন্তু অভিনয়ে জমাতে পারেননি দিশা। তবে বেশ কয়েকটি ছবি করলেও নিজের অভিনয় নিয়ে মোটেই সন্তুষ্ট নন দিশা পাটানি।

খোলামেলা, ছেড়াফাটা পোশাক পরে হামেশাই ছবি পোস্ট করে থাকেন দিশা পাটানি। যা মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় আগুন জ্বালিয়ে দেয়।
ছবির প্রমোশনে হট লুকে ভাইরাল হতে গিয়ে নেটদুনিয়ায় সমালোচকদের কটাক্ষের শিকারও হয়েছেন দিশা। যদিও এইসব কিছুকে পাত্তা দিতে নারাজ দিশা।

তার সেক্সি চেহারা দেখার জন্য হামেশাই মুখিয়ে থাকেন ভক্তরা। তবে এবার ঠিক উল্টোটাই ঘটেছে। এক ভিলেন রিটার্নস ছবির প্রচারে গিয়ে রীতিমতো ট্রোলড হয়েছেন দিশা পাটানি।
নোংরা কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। অভিনেত্রীকে প্লাস্টিক দানব বলেও মন্তব্য করেছেন নেটিজেনদের একজন।

প্রতিটি ছবিতেই যেন শরীরী উষ্ণতা চুইয়ে পড়ছে। পারফেক্ট ফিগার , ফিটনেস ফ্রিক-এর তকমা যেন লেগে গেছে দিশা পাটানির সঙ্গে । বিকিনি লুক হোক কিংবা ছেঁড়া ফাটা অন্তর্বাসে পোজ, শরীরী উষ্ণতায় তাবড় তাবড় বলি অভিনেত্রীদের টেক্কা দিচ্ছেন দিশা পাটানি।

অভিনেত্রী সম্প্রতি একজন পেশাদারের মতো একটি ফ্লাইং কিকের ভিডিয়ো শেয়ার করেছেন নেটমাধ্যমের পাতায়। দিশার মার্শাল আর্ট দক্ষতা দেখে মুগ্ধ নেটিজেনরা।