সুমন তরফদার। কলকাতা সারাদিন।
মঙ্গলবার নবান্ন অভিযানের আগে নিরাপত্তা বিষয়ক সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকেও। মঙ্গলবারের নবান্ন অভিযান শান্তিপূর্ণ রাখতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওইদিন শহরের বিভিন্ন পয়েন্ট দিয়ে মিছিল আসবে। তার তিনদিন আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবারই শহরের একাধিক এলাকা পরিদর্শন করেন পুলিশ কর্তারা। রবিবার দুপুরে সাঁতরাগাছিতে ব্যারিকেড প্রস্তুতির কাজের ছবি ধরা পড়ে।
উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আগামী ২৭ তারিখ বিভিন্ন ছাত্র সংগঠনের ডাকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আর তার আগেই হাওড়া সিটি পুলিশের চূড়ান্ত প্রস্তুতির ছবি এদিন ধরা পড়েছে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের বেলেপোল মোড়ে।
এদিন দুপুরে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে বেলেপোল মোড়ে কোনা এক্সপ্রেসওয়ের উপর শক্তপোক্ত লোহার ব্যারিকেড বসানোর কাজ শুরু করেছে প্রশাসন।
লোহার ব্যারিকেডের অংশ কোনা এক্সপ্রেসওয়ের উপর ড্রিলিং করে ওয়েল্ডিং এর কাজ চলে এদিন।