শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
ভারতের কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া সম্প্রতি রিলায়েন্স আর ডিজনি ইন্ডিয়ার সংযোগের চুক্তি (Reliance Disney Merger) মঞ্জুর করেছে। এর মাধ্যমে ভারতের সবথেকে বড় বিনোদন সংস্থা তৈরির পথ পরিস্কার হয়ে গিয়েছে। উভয় কোম্পানির যৌথ উদ্যোগের বাজার মূল্য প্রায় ৭০ হাজার ৩৫০ কোটি।
সম্প্রতি তথ্য প্রকাশ্যে এসেছে যে সিসিআই ক্রিকেট সম্প্রচারের অধিকারের বিষয়ে এই সংযোগ কিছু আপত্তি তুলেছিল প্রথমে। এ নিয়ে বিষয়টি স্থগিত হয়ে যায়। তবে উভয় সংস্থার পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়ার পর সিসিআই এই সংযোগের অনুমোদন দিয়েছে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৭তম এজিএমের আগেই এই সিদ্ধান্ত
সিসিআই সমাজমাধ্যমে জানিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভায়াকম ১৮, ডিজিটাল ১৮, স্টার ইন্ডিয়া এবং স্টার টিভির মার্জার এই সংস্থা অনুমোদন দিয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার আগেই এই সিদ্ধান্ত জানিয়েছে সিসিআই। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Disney Merger) এই যৌথ উদ্যোগে ১১,৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই মার্জারের ঘোষণা হয়েছিল
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সহযোগী ভায়াকম ১৮ ও ডিজনির ভারতীয় সংস্থা স্টার ইন্ডিয়া ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তাদের ব্যবসা সংযুক্ত করার কথা জানিয়েছিল। এই সংযোগের ফলে দেশের সবচেয়ে বড় টিভি ও ডিজিটাল স্ট্রিমিং কোম্পানি তৈরি হবে। এই সিদ্ধান্তের অধীনে ভায়াকম ১৮-এর মিডিয়া অপারেশন সমস্ত স্টার ইন্ডিয়ার সঙ্গে সংযুক্ত হবে। এই যৌথ উদ্যোগের (Reliance Disney Merger) বাজার মূল্য প্রায় ৭০ হাজার কোটি টাকা। রিলায়েন্স এবং ডিজনি এবার একত্রে প্রতিযোগিতায় টেক্কা দেবে আমাজন, সোনি ও নেটফ্লিক্সকে।
যৌথ উদ্যোগের চেয়ারপার্সন হবেন নীতা আম্বানি
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতে নতুন বোর্ডে ১০ জন সদস্য থাকবে। এর মধ্যে রিলায়েন্স থেকে ৫ জন ডিরেক্টর, ডিজনি থেকে ৩ জন ও ২ জন স্বাধীন ডিরেক্টর থাকবেন। এই রিলায়েন্স ডিজনি মার্জারের ঘটনা ঘটবে ২০২৪-২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যেই। জানা গিয়েছে এই যৌথ উদ্যোগের চেয়ারপার্সনের দায়িত্ব পাবেন নীতা আম্বানি। সংস্থার ভাইস চেয়ারম্যান হবেন উদয় শঙ্কর।