প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
কলকাতার মতোই দুর্গাপুজোর আবহ ফিল্ম সিটি মুম্বইতেও। সেখানে দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছেন সঙ্গীতশিল্পী কুমার শানু।
২০২২ সালে প্রথমবার তাঁর উদ্যোগে শুরু হয়েছে মুম্বই বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। মহাষষ্ঠীর দিন নিজের হাত দুর্গার আরাধনা করেন কুমার শানু। সেখানে তাঁকে দেখা যায় কেদারনাথ ভট্টাচার্য রূপে।
প্রসঙ্গত, কেদারনাথ ভট্টাচার্যই সঙ্গীতশিল্পী কুমার শানুর আসল নাম। এদিন আরতি থেকে শুরু করে নিজের হাতে পুজোর সমস্ত রীতি পালন করতে দেখা যায় শিল্পীকে।
গায়ক অভিজিৎ, অভিনেতা বিশ্বজিৎ ও মুখার্জিদের দুর্গাপূজার পর মুম্বাইয়ের শহরতলিতে যুক্ত হয়েছে আরও এক বাঙালি সেলিব্রেটির নাম। তিনি গায়ক কুমার শানু।
আন্ধেরির পশ্চিমে ১ নম্বর আরাম নগরের ভারসোভা ওয়েলফেয়ার গ্রাউন্ডে ‘মুম্বাই বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন’ -এর ব্যানারে কুমার শানুর দুর্গাপূজা।
কুমার শানু বললেন, “এতবছর ইচ্ছা ছিল। মা দুর্গা চেয়েছেন তাই পুজো করতে পারছি। এটা আমার ভাগ্য এবং আশীর্বাদ।” কলকাতার বাঙালিদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘কলকাতার বাঙালিদের বলব, ভালো করে পুজো কাটান, মন দিয়ে পুজো করুন। সকলের সমস্ত বাধা বিপত্তি কেটে যাক। সকলের জন্য শুভকামনা রইল। সকলেই ভালো থাকুন।’
পূজা শুরু করা প্রসঙ্গে কুমার শানু বলেন, “নব্বইয়ের শুরুতে ‘আশিকি’ সফল হওয়ার পরেই আমি ভেবেছিলাম মুম্বাইয়ে দুর্গাপূজা শুরু করব। কিন্তু যে কোনো কারণেই এতদিন তা হয়ে ওঠেনি। তাই শুরু করলাম। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাঙালিদের জয়যাত্রাকে দুর্গাপূজার মধ্যে দিয়ে আরও কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আর কি।”