প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
ফের 180 ডিগ্রি ঘুরে গেল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। দুর্গাপূজোয় বৃষ্টির সম্ভাবনা নেই বলে মাঝে জানানো হলেও এবার দুর্গা পুজোর জন্য বিশেষ আবহাওয়া বুলেটিনে জানানো হলো গোটা পূজোর কদিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকছে বাংলার সর্বত্র।
বঙ্গোপসাগরে পুজোর আগে আবার নিম্নচাপ। নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে।
শুক্রবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকার কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে।
শুক্রবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস।
শুক্রবার কলকাতায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে শহরে। বিক্ষিপ্তভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ০.২ মিলিমিটার।