মফিজুল ইসলাম। কলকাতা সারাদিন।
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ঘোষণা করা হয়েছে।
বঙ্গবন্ধুকে বাদ দিয়ে পাকিস্তানের স্রষ্টা তথা সাম্প্রদায়িক শক্তির প্রতিভূ মহম্মদ আলি জিন্নাকে ‘জাতির জনক’ হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার (১৬ অক্টোবর) ১৫ অগস্ট, ৭ মার্চ-সহ জাতীয় আট দিবস বাতিলের কথা ঘোষণা করার পাশাপাশি বঙ্গবন্ধুর ‘জাতির জনক’ স্বীকৃতি বাতিলের কথা জানিয়েছেন ইউনূস সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘১৫ অগস্ট কিংবা ৭ মার্চ কোনও গুরুত্বপূর্ণ দিবস নয়। তাছাড়া শেখ মুজিবকে দেশের মানুষ জাতির জনক বলে মানে না। তাই তাঁর ‘জাতির জনক’ স্বীকৃতি বাতিল করা হচ্ছে। জাতির জনক হিসাবে মহম্মদ আলি জিন্নাকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছি।’