সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।
বাঙালী মানে উৎসবের ঘনঘটা। বাঙালী মানে একসাথে জমিয়ে আড্ডা এবং খাওয়া-দাওয়া। তবে দিন দিন ব্যস্ততা যেভাবে বেড়েই চলেছে তাতে বাঙালির আড্ডাও ক্রমাগত ম্লান হতে চলেছে। আগের মত আর চায়ের ঠেকে ঘন্টার পর ঘন্টা রাজনৈতিক তর্জা চলে না। আগের মতো আর মানুষ ছুটি কাটানোর জন্য আত্মীয়-স্বজনের বাড়ি দেখা করতেও যেতে পারে না।
তার কারণ অফিসে কাজের চাপে সময় কমে আসছে। কিন্তু অক্টোবর মাস যেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির বন্যা বয়ে নিয়ে এসেছে। শুধু অক্টোবর নয় নভেম্বর মাস (November Holidays) জুড়েও জাকিয়ে ছুটি পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা।
অক্টোবর মাসের শুরুতেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা উপলক্ষে ছুটি পায় রাজ্য সরকারি কর্মচারীরা। অক্টোবর মাসের মাঝামাঝিতে লক্ষ্মীপুজোর ছুটি পাওয়া যায় এবং অক্টোবরের শেষে দীপাবলি বা দীওয়ালি, ভাইফোঁটা দিয়ে বেশ কিছুদিনের একসাথে ছুটি পরে অফিস-কাছারিতে। অক্টোবরের শেষ দিন কালীপুজোর ছুটি তারপরে নভেম্বরে (November Holidays) ৩০ দিনের মধ্যে ১৪ দিনই ছুটি। আবার রয়েছে ডিসেম্বরের প্রথম দিকে। পরপর ছুটির আমেজে আনন্দে কাটাতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
৩১ শে অক্টোবর পড়েছে কালীপুজো সেই দিন সমস্ত সরকারি অফিস ছুটি। শুক্রবার দিন যথারীতি অফিস ছুটি। আবার ২রা নভেম্বর শনিবার, ৩রা নভেম্বর রবিবার। যেহেতু এবার ভাইফোঁটা ৩রা নভেম্বর রবিবার পড়েছে, তাই সরকারের তরফ থেকে সোমবার ছুটির ঘোষণা করা হয়েছে। তাই হিসেব করে দেখা গেছে ৩১ শে অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত একটানা ছুটি দিতে নিয়েছে রাজ্য সরকারের কর্মচারীরা।
ভাইফোঁটা রেশ কাটতে না কাটতেই আবার ৭ই নভেম্বর ছুটি পড়েছে ছট পুজোর। ৭ই নভেম্বর বৃহস্পতিবার তাই রাজ্য সরকার ভালোবেসে আরো একটি দিন বাড়িয়ে দিয়েছে। যার ফলে শুক্রবার ৮ই নভেম্বর ছুটির পরে শনি, রবি তো এমনিতেই ছুটি থাকে। যার ফলে ৭ই নভেম্বর থেকে ১০ই নভেম্বর পর্যন্ত আবার টানা ছুটি চলবে সরকারি কর্মচারীদের। তারপর বেশ কিছুটা কাজ এগিয়ে নিতে হবে অফিস-কাছারিতে।
১৫ই নভেম্বর শুক্রবার গুরু নানকের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। তার পরে শনি ও রবি, তাহলে ১৫, ১৬, ১৭ মিলে মোট ৩ দিন ছুটি পেয়ে গেল সরকারি কর্মচারীরা।
এরপরে আবার ২৩, ২৪ শনি ও রবি এবং ৩০ তারিখ পড়ছে শনিবার অর্থাৎ নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের শুরুটাও ছুটিতে কাটবে কর্মচারীদের। নভেম্বর মাসের মতো লম্বা ছুটি (November Holidays) হয়তো আর কোন মাসে পড়েনি।