ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থেকে উড়িষ্যায় আলু পাচারের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার ৫ জন। রাজ্যের আলুর দাম নিয়ন্ত্রণে রাখার জন্য রাজ্য সরকার ভিন রাজ্যে আলু রপ্তানি নিষিদ্ধ করেছে। তাই উড়িষ্যা ও ঝাড়খন্ড সীমানায় রাজ্য সরকারের নির্দেশে পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বাংলা – উড়িষ্যা সীমানা লাগুয়া এলাকায় নয়াগ্রাম থানার পুলিশের পক্ষ থেকে আলু পাচার রুখতে কড়া নাকা চেকিং চলছিল। বুধবার সেই নাকা চেকিং চলাকালীন নয়াগ্রাম থেকে উড়িষ্যার দিকে যাচ্ছিল তিনটি আলু বোঝাইকারী লরি। ফলে ওই তিনটি আলু বোঝাই লরিকে আটক করে প্রয়োজনীয় নথি দেখতে চায় পুলিশ।
কিন্তু প্রয়োজনীয় নথি না থাকায় তিনটি গাড়ি কে আটক করে নয়াগ্রাম থানার পুলিশ , সাথে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম সুব্রত পাহান (৩৪), চণ্ডী পাল (৩৪), মধুসূদন মন্ডল (৫১), বাপ্পা কপাট (৩০), মৃন্ময় পতিহার (৩৩)।
পুলিশ সূত্রে জানা গেছে পশ্চিম মেদিনীপুর থেকে এই গাড়িগুলি আলু বোঝাই করে উড়িষ্যার দিকে যাচ্ছিল সেই সময় পুলিশের নাকা চেকিং এ আটক করা হয়। এর পাশাপাশি ওই তিনটি আলু বোঝাইকারী লরিকে বাজেয়াপ্ত করেছে নয়াগ্রাম থানার পুলিশ।
এই পাঁচ জন ধৃত ব্যক্তিকে ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করে নয়াগ্রাম থানার পুলিশ। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।