ঝাড়খন্ড রাজ্যের পূর্বসিংভূম জেলার বহড়াগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকুলিয়ার জঙ্গলে একটি বাঘের উপস্থিত নজরে আসে বন দফতরের। বাঘের গর্জনে চাকুলিয়া সহ পার্শ্ববর্তী কয়েকটি এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই এলাকার বাসিন্দারা বাঘের হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন ।
তবে ওই বাঘ টি যে কোন সময় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার জামবনি থানার ঝাড়খন্ড সীমান্তবর্তী গিধনী, ডুমুরিয়া, ধড়সা, ভাতুড় সহ বেশ কয়েকটি গ্রামে প্রবেশ করতে পারে বলে বন দফতরের আশঙ্কা। তাই জামবনি থানার ঝাড়খন্ড রাজ্যের সীমানায় বন দফতরের পক্ষ থেকে জোরদার নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
ওই বাঘ টি একেবারে জামবনি থানার বড়ার এলাকায় চাকুলিয়ার জঙ্গলে রয়েছে , মাঝে মধ্যে পিচ রাস্তার উপর উঠে পড়ছে। পিচ রাস্তার একপাশে ঝাড়খন্ড রাজ্যের চাকুলিয়ার জঙ্গল, অন্য দিকে ঝাড়গ্রাম জেলার জামবনি থানার বিভিন্ন গ্রাম রয়েছে। তাই বনদফতরের পক্ষ থেকে মঙ্গলবার বিকালে জামবনি থানার গিধনী, ডুমুরিয়া সহ ঝাড়খন্ড রাজ্যের সীমান্তবর্তী প্রতিটি গ্রামে মাইকিং করে বাঘ নিয়ে গ্রামবাসীদের সতর্ক করার জন্য সচেতনতামূলক প্রচার করা হয়েছে।গ্রামবাসীদের সন্ধ্যার পর জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
গ্রামবাসীদের জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে, বাঘ গ্রামে যদি প্রবেশ করে বিষয়টি বন দফতরকে জানানোর জন্য গ্রামবাসীদের জানানো হয়েছে।সেই সঙ্গে বাঘ নিয়ে গ্রামবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাঘের গর্জন শুনে ওই গ্রাম গুলির বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। চাকুলিয়ার জঙ্গল থেকে বাঘ টি যাতে জামবনি থানা এলাকায় প্রবেশ করতে না পারে তার জন্য বন দফতরের পক্ষ থেকে ঝাড়খন্ড বাংলা সীমানায় কড়া নজর দারির ব্যবস্থা করা হয়েছে।
সেই সঙ্গে বন বিভাগের পক্ষ থেকে গোটা পরিস্থিতির উপর নজরদারি শুরু করা হয়েছে। একদিকে মেঘলা আকাশ ঘন কুয়াশা, সেই সঙ্গে শীতের আমেজ, ঠিক সেই সময় বাঘের উপস্থিত হওয়ার ঘটনায় রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়খন্ড বাংলা সীমান্তবর্তী দুই রাজ্যের বেশ কয়েক টি গ্রামের বাসিন্দারা। জামবনি বন দফতরের পাশাপাশি ঝাড়খন্ড রাজ্যের চাকুলিয়া বন দফতরের পক্ষ থেকে ওই বাঘ টির গতিবিধির উপর নজরদারি শুরু করেছে বনদফতর।