রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
বাংলা সিরিয়ালের আর্দশ বউমা থেকে রীতিমতো বিকিনি কন্যা! গোয়ার নীল জলে ভোল বদল সোহিনীর! বছর শেষের দিনে বিকিনিতে হটনেস ছড়ালেন সোহিনী।
২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেন সোহিনী গুহ রায়। প্রেমিক ব্যবসায়ী কল্লোলের গলাতেই মালা দেন তিনি। তবে ২০২৩ সাল থেকে শোনা যাচ্ছিল বিয়ে ভাঙা খবর। যদিও তা নিয়ে দু পক্ষই ছিল চুপচাপ।
টলিউডের আনাচে কানাচে এরপর শোনা যেতে শুরু করে, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীর থেকে তিনি নাকি নিয়েছেন কোটি টাকার খোরপোশ। সত্যিই কি তাই?
মাত্র তিনমাসের পরিচয়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সোহিনী-কল্লোল। সেই সময় ‘গঙ্গারাম’-এর শ্যুটিং করছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন দুজনে অনেকদিন হল।
জুলাই মাসে সোহিনীর জন্মদিনের দিনও দেখা গিয়েছিল, পুরনো ছবি শেয়ার করে ক্ষমা চাইছেন কল্লোল। যদিও কেন তাঁদের বিচ্ছেদ, তা স্পষ্ট ছিল না।
টেলিপাড়ার চেনা মুখ সোহিনী গুহ রায়। খুব অল্প সময়ের মধ্যেই সোহিনী দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে গিয়েছেন।
সোহিনীকে শেষ দেখা গিয়েছে দ্বিতীয় বসন্ত ধারাবাহিকে। স্টার জলসার ‘ময়ূরপঙ্খী’ সিরিয়ালে লিড চরিত্রে কাজ করে প্রচারের আলোয় আসেন তিনি। এরপর ‘রেশম ঝাঁপি’, ‘গঙ্গারাম’-এর মতো ধারাবাহিকে কাজ করেও জনপ্রিয়তা পান।
টেলিপাড়ার অতি-পরিচিত মুখ সোহিনী। স্টার জলসার ‘ময়ূরপঙ্খী’ সিরিয়ালে লিড চরিত্রে দেখা মিলেছিল সোহিনীর,কাজ করেছেন ‘রেশম ঝাঁপি’ সিরিয়ালেও। ‘গঙ্গারাম’-এর টায়রা হিসাবে ব্য়াপক জনপ্রিয়তা পান অভিনেত্রী। ‘গঙ্গারাম’-এর শ্যুটিং সামলেই ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে গাঁটছড়া বেঁধেছিলেন সোহিনী। মাত্র তিনমাসের পরিচয়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সোহিনী-কল্লোল। কী কারণে বিচ্ছেদের পথে হাঁটলেন তাঁরা তা এখনও স্পষ্ট নয়!
সোহিনী যে পোশাক পরেছেন সেই পোশাক থেকে তাঁর অন্তর্বাস উঁকি মারছে। কোনও রেস্তোরাঁতে এই ছবি তুলেছেন অভিনেত্রী।
তার একটা ছোট ক্লিপিংস পোস্ট করেছেন যেখানে তাঁর বক্ষযুগল স্পষ্ট। সোহিনী যে এই ছবির মাধ্যমে নেটপাড়ার ঘুম উড়িয়েছেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সোমবারই তিনি গোয়ার জন্য রওনা দেন।
তবে এবারে প্রথম নয়। কয়েক মাস আগেই ডিভোর্স চর্চার মাঝে উড়ে গিয়েছিলেন মলদ্বীপে।
হাতে ওয়াইনের গ্লাস। পরনে সারা বিকিনির উপর বুকচেরা ট্রান্সপারেন্ট শার্ট। মাথায় টুপি পরে নিজের বিচ ফ্যাশন কম্প্লিট করেছেন সোহিনী।
স্নানপোশাকে উন্মুক্ত তাঁর দুধ সাদা শরীর। মাখন শরীরের উপর সূর্যের আলোর ঝলকানি, ছবিতে চোখ আটকে গেল অনুরাগীদের। নীতি পুলিশরা অবশ্য কটাক্ষ করতে ছাড়লেন না।
কালো বিচ পোশাকে মোহময়ী সোহিনী। কিন্তু নায়িকার বোল্ড অবতার দেখে যৌনগন্ধী মন্তব্য ধেয়ে এল ইনস্টাগ্রামে। একে সোহিনীর তিন বছরের বিয়ে ভাঙার চর্চা, তারউপর অশালীন মন্তব্য নায়িকার পোশাক ঘিরে!
সোহিনী অবশ্য এইসব নিয়ে ভাবিত হন। ট্রোলিং প্রসঙ্গে তাঁর সাফ কথা, ‘কটাক্ষ জীবনের অংশ। কিন্তু আমার ভাল লেগেছে তাই পোস্ট করেছি। আমার বিশ্বাস, আমাকে যাঁরা পছন্দ করেন, তাঁদেরও পছন্দ হবে।’
#SohiniGuhaRoy #beachparty #goavibes