চড়ুইভাতী করতে গিয়ে বিপদ তাতেই মৃত্যু হলো এক যুবকের। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির ভেলাইডিহাতে বুধবার চড়ুইভাতী করতে গিয়েছিল বেশ কয়েকজন বন্ধুবান্ধব। সেখানেই গ্রামের এক যুবক তাদের সাহায্য করতে এগিয়ে আসে ।
সকলে যখন খাবার খাচ্ছিলো সেই সময় তাদের সাথে ওই যুবক খাবার খাওয়ার সময় মাংসের হাড় এর টুকরো তার গলায় আটকে যায়। যার ফলে গুরুতর অসুস্থ হয় পড়ে ওই যুবক । তড়িঘড়ি তাকে শিলদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
সেখানে ডাক্তার বাবুরা দেখার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সুত্রে জানা যায় মৃত যুবকের নাম সহদেব গরাই, তার বয়স ২১ বছর, তার বাড়ি স্থানীয় রংপুর এলাকায় ।
বৃহস্পতিবার তার মৃতদেহ উদ্ধার করে বেল পাহাড়ি থানার পুলিশ ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।
সেই সঙ্গে ঠিক কি কারনে ওই ঘটনাটি ঘটেছে তা ক্ষতিয়ে দেখার জন্য বেলপাহাড়ি থানার পুলিশ ওই যুবকের মৃত্যুর ঘটনার পড়ন্ত শুরু করেছে। তবে ওই যুবকের মৃত্যুর ঘটনায় তার পারিবারে ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।