সুমন তরফদার। কলকাতা সারাদিন।
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় সারা দেশ। সেই আবহে এবার নারী নির্যাতনের ঘটনা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মহারাষ্ট্রের জলগাঁওয়ে ‘লাখপতি দিদি সম্মেলন’-এ প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘নারীদের নিরাপত্তা অত্যন্ত জরুরি বিষয়। আমি আবার সব রাজ্য সরকারকে বলব নারীদের উপর অত্যাচারের ঘটনা অমার্জনীয়। যারাই দোষী তাদের যেন ছাড় না দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘যে মহিলাদের অত্যাচার করে এবং যে তাকে বাঁচায়, তাদের শাস্তি হওয়া উচিত। হাসপাতাল হোক বা থানা, যেখানেই গাফিলতি, সেখানেই উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।’
কলকাতার ঘটনার প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকে। নারীদের নিরাপত্তা আরও জোরদার করতে এবং নারীদের বিরুদ্ধে হওয়া অপরাধের ঘটনায় আরও কড়া শাস্তির জন্য আইন আনার দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘যারা নারীদের উপর অত্যাচার করে তাদের আরও কড়া শাস্তির জন্য আমরা আইন আরও কড়া করছি।’
এদিন ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘নাবালকদের বিরুদ্ধে যৌন অপরাধের ঘটনায় নতুন আইনে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজার জায়গা রয়েছে। এর আগে বিয়ের নাম করে মেয়েদের সঙ্গে প্রতারণা করা হলেও এই অপরাধের জন্য আলাদা করে কোনও আইন ছিল না। এখন বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি এবং প্রতারণার জন্য BNS-এ আইন রয়েছে।’ জলগাঁওয়ের অনুষ্ঠানে মোদি দাবি করেন, তাঁর সরকার গত ১০ বছরে মহিলাদের জন্য যা করেছেন তা আগের সরকারের আমলে হয়নি।
শুধু আরজি কর নয়। নারীদের উপর অত্যাচার, ধর্ষণের ঘটনা সাম্প্রতিক কালে সারা দেশে খবর পাওয়া গিয়েছে। হাথরস, উন্নাও, কাঠুয়ার ঘটনায় দেশ তোলপাড় হয়েছে। আরজি কর কাণ্ডের পরপরই মহারাষ্ট্রে নাবালিকার উপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডেও ধর্ষণ ও খুনের ঘটনা সামনে এসেছে।
কলকাতায় আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় একবার তোলপাড় সারা দেশ। ইতিমধ্যেই সিবিআই তদন্তভার নিয়েছে। আজই গ্রেফতার হওয়া সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা। রবিবার সাতসকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে গিয়েছে সিবিআই। এর আগে টানা সিবিআইয়ের জেরার সম্মুখীন হয়েছে সন্দীপ ঘোষ। পরে সিবিআইয়ের আরও একটা টিম যায় সন্দীপ ঘোষের বাড়িতে। এদিনই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদের বাড়িতেও গিয়েছে সিবিআই।