সুমন তরফদার। কলকাতা সারাদিন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী মালদহের তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার খুনের ঘটনায় গ্রেপ্তার হলো তৃণমূলের দুই নেতা।
মালদহ টাউন প্রেসিডেন্ট তথা তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করল পুলিশ। দুলাল সরকার খুনে তৃণমূল নেতা-সহ গ্রেফতার করা হয়েছে আরও ২ জনকে।
ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি তৃণমূলের ইংরেজবাজার শহর সভাপতি ও ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর।
নরেন্দ্রনাথ ছাড়াও স্বপন শর্মা নামে আরেক জনকে গ্রেফতার করেছে মালদা জেলা পুলিশ। মালদার জেলা সহ সভাপতি দুলাল সরকার খুনে এখনও পর্যন্ত ২ শার্প শ্যুটার-সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি ও তাঁর দুই ভাই বীরেন্দ্রনাথ ও অখিলেশকে ইংরেজবাজার থানায় গতকাল বেলা ১২টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ২২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। ২০২২-এর পুরসভা ভোটের পর নরেন্দ্রনাথ, তাঁর ভাই-সহ বেশ কয়েকজনের ওপর হামলার অভিযোগ ওঠে দুলাল গোষ্ঠীর বিরুদ্ধে। সেই পুরনো শত্রুতার জেরেই কি খুন হলেন দুলাল সরকার?
Narendranath Tiwari town President of Maldah Englishbazar arrested .
He has been arrested for murder of Babla Sarkar veteran TMC leader of this area .
He was old leader of @MamataOfficial . Babla Sarkar was shot last week in Maldah .