টাওয়ার বসানোর নামে প্রতারণা করার দায়ে আসানসোল সাইবার থানার পুলিশ উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এই দশজনের মধ্যে দুজন মহিলা রয়েছেন। দৃতাদের মধ্যে ৯ জনের বাড়ি উত্তর চব্বিশ পরগনায়। একজনের বাড়ি হুগলিতে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অরবিন্দ আনন্দ জানিয়েছেন, ২০২৩ সালে মার্চ মাসে আসানসোল উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগে ধীরেন মাঝি নামে এক ব্যক্তি অভিযোগ করেন যে তার কাছে টাওয়ার বসানোর নামে প্রায় 24 লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে।
পরবর্তীকালে এই ঘটনার তদন্ত ভার আসানসোল সাইবার ক্রাইম থানা গ্রহণ করে এবং দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়ে পুলিশ গতকাল দমদম, বাগুইহাটি সহ উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে কুড়িটি মোবাইল এবং দুটি ল্যাপটপ উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে এরা বিভিন্ন কোম্পানির হয়ে ফোন করে মানুষকে প্রলোভন দিত টাওয়ার বসানোর, লক্ষ লক্ষ টাকা রোজগার এবং একটি চাকরিও পাওয়া যাবে। আর সেই প্রলোভনের বশবর্তী হয়ে মানুষ টাকা দিয়ে প্রচারিত হয়েছেন। এই চক্রে আরো কারা রয়েছে তা জানতে মরিয়া পুলিশ।
সেই কারণেই ধৃতদের আজ আসানসোল আদালতে তুলে পুলিশি হেফাজতের জন্য আবেদন জানিয়েছে আসানসোল সাইবার থানার পুলিশ।