সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
দক্ষিণ কলকাতার নামি বেসরকারি স্কুলে দুর্ঘটনা। স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের। সোমবার সাত সকালে এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। অভিভাবকদের দাবি, আজ সকাল সাতটায় যখন পড়ুয়ারা স্কুলে প্রবেশ করেন, তখন স্কুল ভবনের উপর থেকে কাচ ভেঙে পড়ে পড়ুয়াদের উপরে। যার ফলে গুরুতর আহত হন তিন পড়ুয়া। সার্দান অ্যাভিনিউয়ের সেই অভিজাত বেসরকারি স্কুলে হইচই পড়ে যায়। এই ঘটনার পরই বাকি পড়ুয়ারা উদ্ধার করতে এগিয়ে আসেন। রক্তাক্ত অবস্থা মধ্যে পড়ে থাকেন তিন পড়ুয়া। তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূত্রের খবর, জখম দুজনেই অষ্টম শ্রেণির ছাত্র। স্কুলে প্রবেশের সময় ওপর থেকে কাচ ভেঙে পড়ে। তাতেই জখম হয় ওই দুই ছাত্র। একজনের ঘাড়ে ও অপরজনের হাতে আঘাত লেগেছে। ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে অন্য পড়ুয়াদের মধ্যেও।
এই ঘটনার পরই স্কুল ঘেরাও করেছেন অভিভাবকেরা। নব নালন্দা স্কুলের সেই আহত তিন পড়ুয়াকে নিয়ে যাওয়া হয়েছে এক বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে তাদের মধ্যে দুজনের চোট বেশ গুরুতর। তাদেরকে ভর্তি রাখা হয়েছে। এই ঘটনার পরই স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকেরা। তারা স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্নও তুলেছে। এমনকী, প্রিন্সিপালকে ঘিরেও বিক্ষোভ চলে। এই ঘটনার পরই টালিগঞ্জ থানার পুলিশ সেখানে আসে এবং পরিস্থিতি সামাল দেয়। তবে এই ঘটনায় পড়ুয়াদের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
দক্ষিণ কলকাতার এই অভিজাত স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেই ভবনটি নতুন করে তৈরি করা হয়েছে। তাই রক্ষণাবেক্ষণ হয়নি। সেই কারণেই এমন দুর্ঘটনা বলে তারা দাবি করেছে। স্কুলের বক্তব্য, কয়েক জন পড়ুয়া জোরে জানলা খুলতে যাওয়ায় কাচ ভেঙে নীচে পড়ে। যদিও এই যুক্তি মানতে চাননি অভিভাবকেরা।
তবে কলকাতার অন্যতম নামী স্কুলে যেভাবে কাচ ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে, তাতে রক্ষণাবেক্ষণের প্রশ্নে কর্তৃপক্ষর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ অভিভাবক। ঘটনার পর এ ব্যাপারে স্কুল চত্বরে দাঁড়িয়ে ক্ষোভও প্রকাশ করতে দেখা যায় একাংশ অভিভাবককে। তাঁদের কথায়, কর্তৃপক্ষর গাফিলতি স্পষ্ট। যেভাবে ওপর থেকে কাচ ভেঙে পড়ল তাতে প্রানহানির ঘটনাও ঘটে যেতে পারতো!