ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu on Saline case : “বাচ্চাটার দায়িত্ব আমার, মুখ্যমন্ত্রী ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, ৫০ লক্ষের থেকে এক টাকাও কম নেবেন না” স্যালাইন কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu on Saline case : “বাচ্চাটার দায়িত্ব আমার, মুখ্যমন্ত্রী ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, ৫০ লক্ষের থেকে এক টাকাও কম নেবেন না” স্যালাইন কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। “চিন্তা করবেন না, যা বলে গেলাম, তাই করব। বাচ্চাটার দায়িত্ব আমার। মুখ্যমন্ত্রী ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ৫০ লক্ষের থেকে এক টাকাও কম নেবেন না। ওর পাঁচ লক্ষ টাকার দরকার নেই, আমিই দশ লক্ষ....

Suvendu on Saline case : “বাচ্চাটার দায়িত্ব আমার, মুখ্যমন্ত্রী ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, ৫০ লক্ষের থেকে এক টাকাও কম নেবেন না” স্যালাইন কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu on Saline case : “বাচ্চাটার দায়িত্ব আমার, মুখ্যমন্ত্রী ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, ৫০ লক্ষের থেকে এক টাকাও কম নেবেন না” স্যালাইন কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। “চিন্তা করবেন না, যা বলে গেলাম, তাই করব। বাচ্চাটার দায়িত্ব আমার। মুখ্যমন্ত্রী....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

“চিন্তা করবেন না, যা বলে গেলাম, তাই করব। বাচ্চাটার দায়িত্ব আমার। মুখ্যমন্ত্রী ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ৫০ লক্ষের থেকে এক টাকাও কম নেবেন না। ওর পাঁচ লক্ষ টাকার দরকার নেই, আমিই দশ লক্ষ টাকা দেব। আজকে ২ লক্ষ দিয়ে গিয়েছি, আরও ৮ লক্ষ দেব।” মুখ্যমন্ত্রীর কাছ থেকে ৫০ লক্ষ টাকার এক পয়সাও যাতে কম না নেন, তার জন্য মেদিনীপুরে স্যালাইন বিভ্রাটে মৃত প্রসূতি মামনি রুইদাসের পরিবারকে বলে গেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি তাঁদের সঙ্গে দেখা করেন। তাঁকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেন। আরও ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলে আশ্বস্ত করে যান।
মামনি রুইদাসের স্বামীকে নিয়ে আশ্বস্ত করে বলেন, “আমি তোমাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট লড়াই করে টাকা তোমাকে পাইয়ে দেব। আমার দায়িত্ব।”

প্রসঙ্গত, প্রসূতির মৃত্যুর ঘটনায় মেদিনীপুর মেডিক্যালের সুপার-সহ ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করেছে রাজ্য। ডাক্তারদের গাফিলতির তত্ত্বও খাড়া করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আশ্বস্ত করেন, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে রুজু হবে অনিচ্ছাকৃত খুনের মামলাও।

পাশাপাশি মৃত পরিবারকে ৫ লক্ষ টাকা, পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু শুভেন্দুর দাবি, ৫ লক্ষ নয়, ৫০ লক্ষ টাকা দিতে হবে রাজ্যকে। স্যালাইন বিভ্রাট নিয়ে শুভেন্দু আরও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “কত হাজার লোকের গায়ে এই স্যালাইন দিয়েছেন, সংখ্যাটা লক্ষাধিক হবে। সব মিলিয়ে কতজনকে দেওয়া হয়েছে এই বিষ, তার তালিকা প্রকাশ করা হোক। কিডনি যখন ড্যামেজ করা শুরু করবে, তখন বলা হবে, সুগার রয়েছে, গ্লুকমা হয়েছে।”

আজকের খবর