শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
৫ লক্ষ টাকার নিচে অনেক গাড়ি ভারতীয় বাজারে আছে। এই তালিকায় পেট্রোল গাড়ি এবং ইলেকট্রিক গাড়ি উভয়ই রয়েছে। আগে ভারতে সবচেয়ে কম দামি গাড়ি ছিল মারুতি অল্টো কে১০, কিন্তু ওয়েভ ইভা আসার পর এটি দেশের সবচেয়ে কম দামি গাড়ি হয়ে উঠেছে। দেশে বিক্রি হওয়া সবচেয়ে কম দামি গাড়িগুলি সম্পর্কে জেনে নিন।
এই তালিকায় মারুতি এবং ওয়েভ ইভ ছাড়াও রেনো, টাটা মডেলও রয়েছে।
ওয়েভ মোবিলিটি ইভা
দেশের সবচেয়ে কম দামি গাড়ি হল ওয়েভ মোবিলিটি ইভা। পুনে ভিত্তিক ইলেকট্রিক গাড়ি স্টার্টআপ কোম্পানি ওয়েভ মোবিলিটি সম্প্রতি দেশের প্রথম সৌরচালিত গাড়ি ‘ওয়েভ ইভা’ বাজারে এনেছে। ১৮ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারি প্যাক ইভাতে ব্যবহার করা হয়েছে। এই গাড়ির ১৬ কিলোওয়াট মোটর ২০.১১ বিএইচপি শক্তি উৎপন্ন করে। দেশের সবচেয়ে কম দামি এই ইলেকট্রিক গাড়ি একবার চার্জে ২৫০ কিলোমিটার চলবে বলে দাবি করা হচ্ছে। ফাস্ট চার্জিং সুবিধাও এই গাড়িতে রয়েছে। মাত্র ২০ মিনিটে ইলেকট্রিক গাড়ি ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। অপরদিকে, এসি ব্যবহার করে ১০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত চার্জ করতে ৫ ঘণ্টা সময় লাগবে। ওয়েভ মোবিলিটি ইভার দাম ৩.২৫ লক্ষ টাকা থেকে শুরু করে ৪.৪৯ লক্ষ টাকা পর্যন্ত।
মারুতি সুজুকি অল্টো কে১০
দেশের সবচেয়ে কম দামি পেট্রোল গাড়ি হল মারুতি অল্টো কে১০। সাতটি রঙে এই গাড়ি বাজারে পাওয়া যায়। সুরক্ষার জন্য এই গাড়িতে ছয়টি এয়ারব্যাগ রয়েছে। এই গাড়িতে ভয়েস কন্ট্রোল স্টিয়ারিং হুইল রয়েছে। এই মারুতি গাড়ির বুট স্পেস ২১৪ লিটার। এই গাড়ি লিটারে ২৪.৯০ কিলোমিটার মাইলেজ দেবে বলে দাবি করা হচ্ছে। মারুতি অল্টোর এক্স-শোরুম দাম ৪.০৯ লক্ষ টাকা থেকে শুরু।
টাটা টিয়াগো
টাটা টিয়াগোর ১৭টি ভ্যারিয়েন্ট বাজারে পাওয়া যায়। এই গাড়িতে সামনে দুটি এয়ারব্যাগ এবং ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম রয়েছে। টাটার গাড়িতে ১.২ লিটার রেভোট্রন পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৮৬ পিএস শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন করে। এই গাড়িতে সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। টাটা টিয়াগোর এক্স-শোরুম দাম ৪,৯৯,৯৯০ টাকা থেকে শুরু।

রেনো কুইড
রেনো কুইডও সাশ্রয়ী মূল্যের একটি গাড়ি। এই গাড়ির দাম ৪.৬৯ লক্ষ টাকা থেকে শুরু। এই গাড়ির অটোমেটিক ট্রান্সমিশন মডেলের দাম ৫.৪৪ লক্ষ টাকা থেকে শুরু। ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম সহ ১৪টিরও বেশি সুরক্ষা বৈশিষ্ট্য এই রেনো গাড়িতে রয়েছে। এই গাড়ির তিন বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি রয়েছে।