রাজ্য সরকার ফের একবার মানুষের দরজায় পৌঁছে দিতে চলেছে উন্নয়নের হাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ২ অগস্ট ২০২৫ থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan) প্রকল্প। এই কর্মসূচির মাধ্যমে পাড়ার ছোট ছোট সমস্যাগুলির সমাধানে উদ্যোগ নেবে প্রশাসন।
📌 প্রকল্পের সময়সীমা ও ধাপ
শুরু: ২ অগস্ট ২০২৫
চলবে: ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত
সমস্যা নিষ্পত্তি: ১৫ নভেম্বরের মধ্যে
সব কাজ সম্পূর্ণ করতে হবে: ১৫ জানুয়ারির মধ্যে
শনিবার রাজ্য সরকার এই প্রকল্পের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) প্রকাশ করেছে।
কী কী কাজ অন্তর্ভুক্ত এই প্রকল্পে?
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে মানুষের নিত্যদিনের জীবনের সঙ্গে জড়িত মোট ১৫ ধরনের ছোটখাটো কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
নিকাশি নালা তৈরি বা সংস্কার
টিউবওয়েল বসানো
পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ
জলের ট্যাঙ্ক স্থাপন
রাস্তায় নতুন আলো বসানো
কমিউনিটি টয়লেট তৈরি
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ সংস্কার
খেলার মাঠ নির্মাণ
কোন কাজ এই প্রকল্পে অন্তর্ভুক্ত নয়?
SOP অনুযায়ী, এই প্রকল্পের আওতায় বড় ধরনের নির্মাণ কাজ, জমি কেনা অথবা ভাড়া নেওয়া যাবে না। শুধু ক্ষুদ্র, প্রয়োজনীয় এবং দ্রুত সম্পন্নযোগ্য কাজগুলোতেই অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশাসনিক কাঠামো ও নজরদারি
প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ-এর নেতৃত্বে গঠিত হয়েছে স্টেট লেভেল এপেক্স কমিটি।
১৩ জন IAS ও BCS অফিসারদের নিয়ে তৈরি হয়েছে বিশেষ টাস্ক ফোর্স।
প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে জেলা স্তরের টাস্ক ফোর্স গঠিত হয়েছে, যারা মাঠপর্যায়ে কাজ পর্যবেক্ষণ করবেন।
Amader Para Amader Samadhan প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি জনমুখী ও দ্রুত বাস্তবায়নযোগ্য উন্নয়ন পরিকল্পনা। মানুষের ছোট ছোট সমস্যার দ্রুত সমাধান করাই এর মূল লক্ষ্য। রাজ্যজুড়ে এই কর্মসূচি বাস্তবায়িত হলে স্থানীয় স্তরে আরও কার্যকর প্রশাসনিক যোগাযোগ ও জনস্বার্থে উন্নয়ন নিশ্চিত করা যাবে।
🔔 আরও আপডেট পেতে Kolkata Saradin-এর সাথেই থাকুন।