রঞ্জন দাস। কলকাতা সারাদিন।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকায় ধরা পড়ল এক বাংলাদেশি যুবক, যিনি গত পাঁচ বছর ধরে অবৈধভাবে ভারতে থেকে বাড়ি তৈরি করে বসবাস করছিলেন। স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে। ধৃতের নাম আকবর মোল্লা, বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়।
কীভাবে ধরা পড়ল আকবর?
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আকবর মোল্লা তার এক আত্মীয়ের সাহায্যে ক্যানিং-১ ব্লকের মধুখালী এলাকায় জমি কিনে বসবাস শুরু করে। একাই থাকতেন বাড়িতে, তবে মাঝেমধ্যে পরিবারের অন্যান্য সদস্যদেরও আনাগোনা লক্ষ্য করা যেত।
গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে পাওয়া গিয়েছে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং জমির দলিল সহ একাধিক নথি। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে আনা বেশ কয়েকটি সরকারি নথিও উদ্ধার হয়েছে তার হেফাজত থেকে।
🗣️ পুলিশি জেরায় ধৃত যা জানিয়েছে:
পুলিশি জিজ্ঞাসাবাদে আকবর স্বীকার করেছে যে সে অবৈধভাবে ভারতীয় সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছিল। শুধু তাই নয়, সে আরও জানিয়েছে যে সে বাংলাদেশ থেকে বহু মানুষকে এই রাজ্যে এনে শ্রমিক হিসেবে কাজ জোগাড় করে দিত। মূলত একটি বাংলাদেশি শ্রমিক সাপ্লাই চক্র চালাত সে।
⚖️ আইনি পদক্ষেপ ও তদন্ত:
পুলিশ ইতিমধ্যেই আকবর মোল্লাকে বুধবার আলিপুর আদালতে তোলা হয়েছে। ক্যানিং থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। শুধুমাত্র আকবর নয়, এই ধরনের অবৈধ অনুপ্রবেশের পেছনে থাকা বৃহত্তর চক্র খুঁজে বের করাই এখন পুলিশের লক্ষ্য।

এই ঘটনা ফের একবার সামনে এনে দিল সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ নিয়ন্ত্রণের গুরুত্ব। আধার, ভোটার আইডি ও প্যান কার্ডের মত স্পর্শকাতর নথি কীভাবে এক বাংলাদেশি নাগরিকের হাতে এল, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। প্রশাসনকে আরও কড়া নজরদারিতে রাখতে হবে সীমান্তবর্তী অঞ্চলে এমন ভুয়ো পরিচয় ও অবৈধ নাগরিকতার বিরুদ্ধে।