সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।
সীমান্তে ৮ পিস সোনার বিস্কুট সহ গ্রেপ্তার যুবক। বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা।
বিএসএফ সূত্রে জানা যায়, ওই সোনার বিস্কুটগুলি একটি মোটর বাইকের ভিতরে রেখে বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল সেলিম মন্ডল নামক এক যুবক।
গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা হাকিমপুর চেকপোস্টে মোটর বাইক সহ সেলিম মন্ডলকে আটক করে। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আট পিস সোনার বিস্কুট।
ইতিমধ্যেই সোনার বিস্কুট সহ ধৃত সেলিম মন্ডলকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে। বিএসএফ সূত্রে খবর, এগুলি মালয়েশিয়া ও থাইল্যান্ড হয়ে বিএসএফের নজর এড়িয়ে ঢোকার চেষ্টা করছিল।
জানা যায়, দৃত সেলিম মন্ডলের বাড়ি স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর গ্রামেই। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়।