শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
কমপ্যাক্ট SUV সেগমেন্টে Nissan Magnite ইতিমধ্যে নজর কেড়েছে। সংস্থার অন্যতম বেস্ট সেলিং কার। উৎসবের মরশুম শুরু হচ্ছে। সেই সময় যদি গাড়ি কেনার প্ল্যান করেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।
একেবারে নতুন লুকে লঞ্চ করছে Cheapest Nissan Magnite Facelift।
আগামী ৪ অক্টোর, একেবারে দুর্গাপুজোর মুখে সেটি প্রকাশ্যে Nissan আনবে বলে জানা যাচ্ছে। ২০২০ সালে ভারতের মাটিতে প্রথম Nissan Magnite লঞ্চ করে।
Cheapest Nissan Magnite Facelift: ডিজাইনে বড় বদল
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, 2024 Cheapest Nissan Magnite Facelift-এ একেবারে নতুন অবতারে পাওয়া যাবে। ফ্রন্টে নতুন গ্রিল, নতুন ডিজাইনের হ্যাডল্যাম্প, আপডেটেড LED ডেলাইট রানিং লাইট এবং সামনে এবং পিছনে ডিজাইনিং বাম্পারের সুবিধা আছে। এছাড়াও নতুন Nissan Magnite Facelift-এ অ্যালয় হুইল, স্কিড প্লেট এবং নতুন টেললাইট দেওয়া হতে পারে। ডাইমেনশনে তেমন বদল থাকবে না।
নতুন ইন্টিরিয়র
শুধু গাড়ির সামনেই নয়, 2024 Cheapest Nissan Magnite Facelift-এর ইন্টিরিয়রেও একাধিক বদল থাকবে। একেবারে নতুন কেবিন দেখা যেতে পারে। ড্যাশবোর্ডেও একাধিক বদল করা হতে পারে। এমনকি আসনেও বড় বদল দেখা যেতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। Nissan Magnite-এর নতুন টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া হবে। যা আকারে বড় হবে। বড় সানরুফ দেওয়া হয়েছে। স্পেশ আগের মতোই হবে হবে বলে মনে করা হচ্ছে।
Nissan Magnite Facelift: শক্তিশালী গাড়ি
অন্যদিকে 2024 Cheapest Nissan Magnite Facelift-এ একই ইঞ্জিন দেওয়া দেওয়া হয়েছে, যা বর্তমান গাড়িতে বর্তমান। জানা যাচ্ছে, দুটি পেট্রোল ইঞ্জিনে নয়া ম্যাগনেট লঞ্চ করতে পারে। যেখানে 1.0 লিটার পেট্রোল ইঞ্জিন এবং 70 bhp পাওয়ার এবং 96 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারা যাবে। যেখানে 1.0- লিটার টার্বো পেট্রোল ইউনিট 97 bhp পাওয়ার এবং 160 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারবে। দুই ইঞ্জিন 5-স্পিড ম্যানুয়ান গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। টার্বো পেট্রোল ইঞ্জিন CVT গিয়ারবক্সের সবিধা পাবেন। নতুন মডেলে EBD এর সঙ্গে ABS, ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, রিয়র পার্কিং সেন্সর এবং ফ্রন্ট সিট বেল্ট রিমাইন্ডারের মতো সুবিধা আছে।
সংস্থার দাবি নয়া Nissan Magnite Facelift এর দাম তুলনামূলক অনেকটাই সস্তা (Cheapest) হবে।