সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
জুনিয়রদের আন্দোলনের সমর্থনে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সিনিয়র ডাক্তাররা গণইস্তফা দিলেন।
মঙ্গলবার প্রায় ৫০ জন সিনিয়র ডাক্তার গণইস্তফা দিয়েছেন। যদিও সিনিয়র চিকিৎসকরা দাবি করেছেন যে তাঁরা চাকরি থেকে ইস্তফা দেননি। আপাতত শুধু ডিউটি থেকে ‘ইস্তফা’ দিচ্ছেন।
জুনিয়রদের আন্দোলনে পাশে দাঁড়িয়ে সরকারের উপর চাপ আরও বাড়িয়ে এসএসকেএম, এনআরএস-সহ একাধিক মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও একই পথে হাঁটতে পারেন বলে খবর।
এতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়ার আশঙ্কা।
জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবিপূরণে অনশন শুরু হয়েছে ধর্মতলায়। সেখানে যোগদানকারীর সংখ্যা বাড়ছে। জুনিয়রদের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ জানিয়ে সোমবার থেকেই ৩ থেকে ৪ জন সিনিয়র চিকিৎসক অনশনব মঞ্চে যোগ দিয়েছিলেন। তাঁরা সকলেই আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তনী। আর রাতে সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “আমরাও বাধ্য হলাম…”।
জুনিয়র চিকিৎসকদের দাবিপূরণে সরকার কোনও সদর্থক পদক্ষেপ নিচ্ছে না, উপরন্তু আন্দোলনকারীদের উপর পুলিশের জুলুমবাজি চলছে – এধরনের একগুচ্ছ অভিযোগ তুলে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের কার্যত হুঁশিয়ারি, “জুনিয়র ভাই বোনদের দাবীর প্রতি পূর্ণ সমর্থন এবং তাদের এই আপোসহীন অকুতোভয় আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রত্যহ সকাল ৯ টা থেকে রাত ৯টা, বারো ঘন্টা করে রিলে অনশন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়িত করতে চলেছি।”