সুমন তরফদার। কলকাতা সারাদিন।
৯ অগাস্ট আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে আসার পরে সংবাদমাধ্যমের সামনে তিনিই প্রথম দাবি করেছিলেন নির্যাতিতার যৌনাঙ্গে পাওয়া গিয়েছে ১৫০ গ্রাম বীর্য।
তিনিই প্রথম দাবি করেছিলেন আরজিকরের নির্যাতিতাকে ধর্ষণ করা হয়নি, অনেকে মিলে গণধর্ষণ করেছে।
আর ১৫০ গ্রাম বীর্য তত্ত্বের জনক ডাক্তার সুবর্ণ গোস্বামীকে তাই গোটা আরজিকর আন্দোলনের পুরোধা হিসেবে স্বীকৃতি দিতে এবারের বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করতে চায় সিপিএম।
গতকাল রাতের আসন্ন ছয় বিধানসভা উপনির্বাচনের মধ্যে ৫ আসনে শরিক দলগুলির সঙ্গে মিলে প্রার্থী ঘোষণা করলেও একটি আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি সিপিএম।
উত্তর 24 পরগনার হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে বসিরহাটের প্রাক্তন সাংসদ হাজী নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলামকে।
এই আসনে একদিকে আইএসএফ প্রার্থী দিতে ইচ্ছুক সিপিএমের সমর্থনে।
অন্যদিকে সিপিএম হাড়োয়াতে নিজেদের সমর্থন না থাকায় একান্ত প্রয়োজনে আইএসএফকে সমর্থন দেবে বলে প্রাথমিকভাবে স্থির থাকলেও মরিয়া চেষ্টা চালাচ্ছে যদি ডাক্তার সুবর্ণ গোস্বামীকে হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে দলের প্রার্থী করা যায়।
যদিও এখনো পর্যন্ত ডাক্তার সুবর্ণ গোস্বামীকে সিপিএমের কমরেডরা নাকি বুঝিয়ে উঠতে পারেননি যে এই বিধানসভা উপনির্বাচনের সত্যিই জয়ের কোন সম্ভাবনা রয়েছে।
যদিও তৃণমূলকে হারানোর জন্য হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির সঙ্গে যদি গোপন আঁতাত করা সম্ভব হয় তাহলেই ডাক্তার সুবর্ণ গোস্বামীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
তবে আজকের মধ্যে তাকে রাজি করানো না গেলে শেষমেষ আইএসএফ প্রার্থীকেই সমর্থন করা হতে পারে বলে জানা গিয়েছে আলিমুদ্দিন সূত্রে।