আলু পাচার রুখতে আসরে নামলেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। তিনি মঙ্গলবার রাতে মেদিনীপুর সার্কিট হাউসে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলি কাদেরি ও পুলিশ সুপার ধৃতিমান সরকার, কৃষি বিপন দপ্তরের আধিকারিকদের সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকদের নিয়ে আলু পাচার রুখতে প্রশাসনিক বৈঠক করেন।
এর পর রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না উড়িষ্যা বাংলা সীমান্তবর্তী পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার সোনাকনিয়া চেক পোস্ট এলাকায় গিয়ে পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে পরিস্থিতি ক্ষতিয়ে দেখেন। বুধবার সকালে ঝাড়খন্ড রাজ্যের সীমান্তবর্তী ঝাড়গ্রাম জেলার জামবনি থানার হিজলী ও সোনাঝুরি এলাকায় গিয়ে গিয়ে পরিস্থিতি ক্ষতিয়ে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন।
উল্লেখ করা যায় যে জামবনি থানার ওই এলাকা দিয়ে ঝাড়খন্ড রাজ্য হয়ে উড়িষ্যা আলু বাজার করত একশ্রেণীর অসাধু আলু ব্যবসায়ী বলে অভিযোগ। তাই পরিস্থিতির ক্ষতি দেখতে আসেন রাজ্যের কৃষি বিপদন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। তার সাথে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল, অতিরিক্ত পুলিশ সৈয়দ এম এম হাসান, ঝাড়গ্রাম মহকুমার মহকুমা শাসক শুভজিৎ গুপ্ত , মহকুমা পুলিশ আধিকারিক শামীম বিশ্বাস, বিনপুরের বিধায়ক দেবনাথ হ্যাঁসদা সহ কৃষি বিপণন দপ্তর এর আজকেরিকরা।
জামবনি ব্লকের ওই এলাকা গুলি ঘুরে দেখার পর রাজ্যের কৃষি বিপন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না বলেন রাজ্যে বর্তমান ছয় লক্ষ দুই হাজার ম্যাটট্রিক টন আলু মজিদ রয়েছে । ওই আলু আগামী দিন চালাতে হবে। ডানা ঘূর্ণিঝড়ের ফলে আলু লাগাতে একটু দেরি হয়েছে, ভাই নতুন আলু উঠতে পারে আগামী ২০২৫ সালের ১০ থেকে ১৫ই জানুয়ারির মধ্যে। তিনি আরো বলেন যে রাজ্যের মানুষের স্বার্থ আগে দেখা। রাজ্যের মানুষ যাতে কম দামে আলু পায় সে দিকে নজরে রাখা। কিছু অসাধু আলু ব্যবসায়ী ঘুর পথে রাজ্য থেকে আলো ঝাড়খন্ড থেকে উড়িষ্যা নিয়ে যাচ্ছিল বলে খবর আমাদের কাছে পৌঁছেছিল। তাই সমস্ত দিক ক্ষতিয়ে দেখার জন্য তিনি ওই এলাকায় এসেছিলেন বলে জানান।
তবে সেরকম কিছু ঘটনা ঘটেনি বলেও তিনি জানান। সেই সঙ্গে তিনি আরো বলেন যে ঝাড়খন্ড উড়িষ্যা সীমানায় কড়া নজরদারির ব্যবস্থা হয়েছে, পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা বিষয়টি নজরে রেখেছেন। তাই বাংলা থেকে আলু ভিন রাজ্যে রপ্তানি করা যাবে না বলে তিনি জানান। তাই আলু পাচার রুখতে সরাসরি আসরে দেখা গেল রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্নাকে।