ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন এর জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দু’জনকে আর্থিক সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০:৫০ মিনিটে সেক্টর সদর রাজশাহী এবং রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) আহত ব্যক্তিদের সুচিকিৎসা এবং পরিবারের পুনর্বাসনের জন্য প্রতি জনকে ১,০০,০০০/- টাকা করে দুইজনকে ২,০০,০০০/- টাকার চেক প্রদান করেন।
আহতদের মধ্যে মোঃ জুবায়ের হাসান জিহাদ (১৮) পেশা- ছাত্র, পিতা: মৃত লুৎফর রহমান, গ্রাম-হায়দারপুর, ডাকঘর-জামতৈল, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ।
অপরজন মোঃ নাজিম উদ্দিন (২৪) পেশা-গার্মেন্টস শ্রমিক, পিতাঃ মৃত আমিরুল ইসলাম, গ্রাম- আদগ্রাম, ডাকঘর-জোনাইল, থানা-বয়াইগ্রাম, জেলা-নাটোর।
উক্ত শিক্ষার্থী গত ১৬ জুলাই ২০২৪ তারিখ এবং গার্মেন্টস শ্রমিক গত ৫ আগস্ট ২০২৪ তারিখ ছাত্র আন্দোলনের সময় জুবায়ের হাসান জিহাদ বাম চোখে গুলিবিদ্ধ হয় এবং নাজিম উদ্দিন হাত, চোখ এবং মাথায় গুলিবিদ্ধ হয়। উভয়ে বর্তমানে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল এবং শ্যামলী জাতীয় চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মোঃ জুবায়ের হাসান জিহাদ হাজী কোরপ আলী সরকারী কলেজে অধ্যায়নরত। তিন বোন এবং এক ভাই এর মধ্যে তিনি কনিষ্ঠ তার পিতা ২০০৬ সালে মৃত্যুবরণ করেছেন।
এ ছাড়াও মোঃ নাজিম উদ্দিন গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্মরত ছিল। তার পিতা ২০১৮ সালে মৃত্যুবরণ করেণ। দুই ভাই, এক বোনের সংসার বর্তমানে তার মা-ই গার্মেন্টস এ চাকুরী করে ভরণ পোষণ চালিয়ে যাচ্ছেন।
সেক্টর কমান্ডার (বিজিবি) বলেন, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সর্বদাই নিপীড়িত মানুষের কল্যাণে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানব উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত রাখবে।