শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
কিছুদিনের মধ্যেই বাজার আসবে হুন্ডাই ক্রেটার নতুন বৈদ্যুতিন গাড়ি। ইতিমধ্যেই এই গাড়িটির জন্য বুকিং (Hyundai Creta Electric) শুরু হয়ে গিয়েছে। কিছু টোকেন হিসেবে টাকা দিলেই এই গাড়ি বুকিং করে নেওয়া যাচ্ছে। কত টাকায় হবে বুকিং ? গাড়িটির এক্স শোরুম দামই বা কত থাকছে ?
তবে এই গাড়িটির সমস্ত ভ্যারিয়ান্টের (Hyundai Cars) জন্য বুকিং এখনও শুরু হয়নি, কেবলমাত্র বেস ট্রিমের মডেলটিরই বুকিং করা যাবে। আগামী ১৭ জানুয়ারি ভারত মোবিলিটি এক্সপোতে এই গাড়িটি লঞ্চ করা হবে বলে জানিয়েছে গাড়ি নির্মাতা সংস্থা।
হুন্ডাই ক্রেটা এবং হুন্ডাই ক্রেটা ইভির মধ্যে কী ফারাক ?
হুন্ডাই ক্রেটা ইভি মূলত এমন একটি গাড়ি যা আইসিই ভ্যারিয়ান্টের উপর বানানো হয়েছে। হুন্ডাই ক্রেটার সাধারণ মডেলের মতই ডিজাইন করা হয়েছে এই গাড়িটি। শাট অফ বাম্পার গ্রিল, অ্যাক্টিভ এয়ার ফ্ল্যাপ, নতুন স্কিড প্লেট এই গাড়িতে ইনস্টল করা হয়েছে। এছাড়া আপনি ক্রেটা এবং ক্রেটা ইভির ডিজাইনে খুব একটা কিছু ফারাক দেখতে পাবেন না। আর এই গাড়িটি পিক্সেল থিমে আনার কারণে অত্যন্ত প্রিমিয়াম লুক এসেছে।
হুন্ডাই ক্রেটা ইভি রেঞ্জ
হুন্ডাইয়ের এই নতুন বৈদ্যুতিন গাড়িতে থাকছে দুটি ব্যাটারি প্যাক। একটি ৫১.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক ইনস্টল করা হয়েছে এই গাড়িতে। আর এই ব্যাটারি প্যাকের সাহায্যে এই গাড়িটি এক চার্জে যেতে পারবে ৪৭৩ কিমি রাস্তা। এই গাড়িতে আরও একটি ৪২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে যার সাহায্যে ফুল চার্জে গাড়িটি যেতে পারবে ৩৯০ কিমি রাস্তা।
ক্রেটা ইভির চার্জিং সময়
এই গাড়ির বেশি শক্তির ব্যাটারি প্যাকটি ১০ শতাংশ থেকে ৮০ শতাংশ চার্জে পৌঁছাতে সময় লাগে ৫৮ মিনিট, তাও একটি ৬০ কিলোওয়াটের ডিসি চার্জারের সাহায্যে। আর যদি আপনি একটি এসি ওয়াল বক্স ইউনিটে এই গাড়ি চার্জ দেন তাহলে ৪ ঘণ্টা লাগবে ১০ শতাংশ থেকে ১০০ শতাংশে পৌঁছাতে।
হুন্ডাইয়ের ক্রেটা ইভিতে ৭.৯ সেকেন্ডের মধ্যেই গতি ওঠে ১০০ কিমি প্রতি ঘণ্টায়। ক্রেটার এন লাইন ডিসিটি মডেলের থেকে কিছুটা বেশি গতি রয়েছে এই গাড়িতে। ১০০ কিমি প্রতি ঘণ্টার গতিতে পৌঁছাতে ক্রেটার এন লাইন ডিসিটি সময় নেয় ৮.৯ সেকেন্ড।