রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
মিমি চক্রবর্তী। টলিউডের প্রথম সারির এই নায়িকা বেড়াতে খুবই ভালবাসেন। আর ভালবাসেন হট ফটোশুট করতেও। শীতের ছুটিতে কোথায় গিয়েছিলেন মিমি?
যখনই হাতে সময় পান তখনই বেরিয়ে পড়েন ঘুরতে। কাজ, পরিবার আর ভ্রমণ— এই তিনটিই নায়িকার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। তিনি হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অবশ্য দর্শক মনে আরও কৌতূহলের শেষ নেই। এই মুহূর্তে অবশ্য ছুটি ছুটি মুডে নয়িকা।
একের পর এক নতুন ছবি পোস্ট করেছেন তিনি। নিয়ন সবুজ রঙের একটা শর্টস আর ক্রুশে বোনা বিকিনিতে নায়িকার ছবি রীতিমতো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।
কেউ লিখেছেন সেক্সি। কেউ লিখেছেন সানি লিওনের মতো লাগছে। কেউ বা টেনে এনেছেন মিমির ব্যক্তিগত সম্পর্কও। অর্থাত্ মিমির প্রাক্তন প্রেমিক রাজ চক্রবর্তীর কথাও উল্লেখ করেছেন কেউ কেউ। যদিও এ সব নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী নিজে।
নায়িকার ভক্তরা সবাই মোটামুটি জানেন মিমি ঘুরতে খুবই ভালবাসেন। সমুদ্রের পারে যে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নায়িকা তা দেখে অনেকের মনেই প্রশ্ন, কে তুলে দিচ্ছে নায়িকার এমন সব ছবি। তিনি কোথায় ঘুরতে গিয়েছেন সেটা যেমন জানা যায়নি। আবার তাঁর এত ভাল ভাল সব ছবি কে তুলেই বা দিচ্ছেন?
অনেকেই প্রশ্ন তুলেছেন, কে সেই ব্যক্তি। না, কাউকেই কোনও উত্তর দেননি নায়িকা। এমনকী মিমির কমেন্ট বক্সে পার্নো মিত্রের কমেন্ট দেখে নেটমাধ্যমেও সকলের একই প্রশ্ন, মিমির মনের মানুষ কে? সেই উত্তর এখনও মেলেনি। অভিনেত্রীর এবারের ডেস্টিনেশন কী, তাও জানা যায়নি এখনও। তবে তিনি সকলের নজর কাড়ছেন, দারুণ স্টাইল স্টেটমেন্টে।
মিমির এই ছবিতে বেশ কিছু মন্তব্য কুরুচিকর বলেও মনে করেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।
বিকিনি পরা ছবি দিয়ে এর আগে বলিউডে সোনম কপূর, দীপিকা পাড়ুকোন, ফতিমা সানা শেখের মতো বহু তারকা ট্রোলড হয়েছিলেন। এ বার টলিউডেও কি সেই ট্রেন্ডই চলে এল?