ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • 1200 BJP leader workers Join TMC : বিজেপিতে বড় ভাঙ্গন, মোদির বঙ্গসফরের দিনেই হাওড়ায় তৃনমূলে যোগ দিলেন ১২০০ বিজেপি নেতাকর্মী

1200 BJP leader workers Join TMC : বিজেপিতে বড় ভাঙ্গন, মোদির বঙ্গসফরের দিনেই হাওড়ায় তৃনমূলে যোগ দিলেন ১২০০ বিজেপি নেতাকর্মী

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। মোদির বঙ্গসফরের দিনেই হাওড়ায় তৃনমূলে যোগ দিলেন ১২০০ বিজেপি নেতাকর্মী। দিন কয়েক আগেই আমতা বাসষ্ট্যান্ডে এক জনসভায় বিজেপি কংগ্রেস সিপিএম থেকে ১১০০ নেতা কর্মী তৃণমূলে যোগ দেওয়ায় পরেই আবার বিরোধী রাজনৈতিক শিবিরে ভাঙ্গন ধরালো তৃণমূল।....

1200 BJP leader workers Join TMC : বিজেপিতে বড় ভাঙ্গন, মোদির বঙ্গসফরের দিনেই হাওড়ায় তৃনমূলে যোগ দিলেন ১২০০ বিজেপি নেতাকর্মী

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। মোদির বঙ্গসফরের দিনেই হাওড়ায় তৃনমূলে যোগ দিলেন ১২০০ বিজেপি নেতাকর্মী। দিন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

মোদির বঙ্গসফরের দিনেই হাওড়ায় তৃনমূলে যোগ দিলেন ১২০০ বিজেপি নেতাকর্মী।

দিন কয়েক আগেই আমতা বাসষ্ট্যান্ডে এক জনসভায় বিজেপি কংগ্রেস সিপিএম থেকে ১১০০ নেতা কর্মী তৃণমূলে যোগ দেওয়ায় পরেই আবার বিরোধী রাজনৈতিক শিবিরে ভাঙ্গন ধরালো তৃণমূল।

বৃহস্পতিবার বিজেপি থেকে ১২০০ নেতা কর্মী তৃণমূলে যোগ দিল। এদিন আমতা চৌরাস্তায় তৃণমূল ভবনে এক অনুষ্ঠানে দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি।

 

এদিন এই যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ ইলিয়াস সহ অন্যান্যরা।

 

বিধায়ক নির্মল মাজি বলেন, “গত পঞ্চায়েত নির্বাচনের আগে দলের একশ্রেণীর কর্মীদের দুর্ব্যবহারের কারনে অনেকেই দল ছেড়ে বিরোধী রাজনৈতিক দলে চলে গিয়েছিল। তেহট্ট কাঁটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত আইএসএফ কংগ্রেস জোট দখল করেছিল। যদিও পরে নিজেদের ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরে এসেছে।”

 

ওই গ্রাম পঞ্চায়েত তৃনমূলের দখলে এল। প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে ১৭ আসনের তেহট্ট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৭ টি আসন। আইএসএফ ৬ টি কংগ্রেস ২ টি এবং নির্দল ২ টি আসন পেয়েছিল।

 

আর এবার ৪ জন আইএসএফ ২ জন নির্দল এবং ১ জন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪।

আগামী বিধানসভা নির্বাচনের আগে বিধানসভার ১৪ টি অঞ্চল থেকে বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতা কর্মী তৃণমূলে যোগ দেবে বলে দাবি করেন বিধায়ক নির্মল মাজি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর