বিনোদন ডেস্ক | কলকাতা সারাদিন
পুজো মানেই বড়পর্দায় তারকাদের ঝলক। আর এবছরের সবচেয়ে আলোচিত ঝলক বোধহয় এসে গেল আজকের রক্তবীজ ২–এর টিজার লঞ্চেই!
কারণ, টলিউড ডিভা মিমি চক্রবর্তী এই ছবিতে ধরা দিলেন একেবারে আগুনের মতো বিকিনি লুকে।
উইন্ডোজ প্রোডাকশন হাউস পরিচালিত এই থ্রিলার ঘরানার ছবিতে মিমির চরিত্রে রয়েছে রহস্য, রোমাঞ্চ আর আকর্ষণের মোড়কে এক অনন্য ফ্লেভার।
কিন্তু আজকের টিজার দেখে দর্শকদের চোখ আটকে গেল একেবারে অন্য জায়গায়—মিমির বোল্ড স্কিন শো এবং তাঁর টোনড ফিগারে।
টিজারে দেখা গেল সমুদ্রের ধারে বিকিনিতে হাঁটছেন মিমি—ছবির আবহে যেমন গ্ল্যামার, তেমনই রয়েছে উত্তাপ। তাঁর এই নতুন অবতার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ইতিমধ্যেই। অনেকেই বলছেন, "মিমি ইজ দ্য নেক্সট গ্ল্যাম কুইন অফ টলিউড!"

টোনড অ্যাবস, স্কাল্পটেড লেগস, নিখুঁত ক্যামেরা প্রেসেন্স—সব মিলিয়ে টিজারে মিমির এই লুক যেন বাঙালি সিনেমায় এক নতুন সাহসী অধ্যায়ের সূচনা। মিমি চক্রবর্তী আগে এমন চরিত্রে কমই দেখা গেছে। তবে এইবার তিনি নিজেই ভাঙলেন সব গণ্ডি।
#Raktabeej2 সিনেমার পরিচালক জানিয়েছেন, "এই ছবিতে প্রতিটি চরিত্র layered. মিমির চরিত্র যেমন গ্ল্যামারাস, তেমনই ডার্ক ও ইন্টেন্স। তাঁর বিকিনি লুকটা শুধুমাত্র নজর কাড়ার জন্য নয়, চরিত্রের শেডও ফুটিয়ে তোলে।"

Durga Puja 2025–এ মুক্তি পাবে এই ছবি। টলিউডে glam ও grit একসাথে দেখার মতো দৃশ্য হতে চলেছে Raktabeej 2-এ, তাতে কোনও সন্দেহ নেই। আর মিমির এই নতুন রূপ এক কথায় ‘উফফ!’ বলার মতো।