মহিলা সুরক্ষায় এবার বিশেষ উদ্যোগ হাওড়া সিটি পুলিশের। আরজি করের সাম্প্রতিক ঘটনার পর এবার নারী সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হলো। নারী সুরক্ষা প্রকল্প হিসেবে হাওড়া সিটি পুলিশ চালু করল ‘পিঙ্ক মোবাইল’। বৃহস্পতিবার হাওড়ার শিবপুর পুলিশ লাইনসে এই কর্মসূচির সূচনা হয়। মহিলাদের প্রতি অপরাধের সংখ্যা কমানোর জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশের দাবি, এই উদ্যোগের ফলে সরকারি, বেসরকারি এবং ডিজিটাল স্পেসে মহিলাদের সুরক্ষা আরও নিশ্চিত হবে। এর মাধ্যমে গার্হস্থ্য হিংসা, ইভটিজিং, সাইবার অপরাধ এবং জনসাধারণের অবমাননার মতো অপরাধের প্রতিরোধ নিশ্চিত হবে। পিঙ্ক মোবাইল প্রকল্পের লক্ষ্য নারীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা। হাওড়া সিটি পুলিশের তিনটি বিভাগে তিনটি গোলাপী মোবাইল ভ্যান কাজ করবে।
এই মোবাইল ভ্যানগুলি শহর জুড়ে টহলদারি করবে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, লেডিস হোস্টেল, কলেজ, বাজারের জায়গা সহ যেখানে মহিলাদের যাতায়াত রয়েছে। প্রতিটি মোবাইলে একজন মহিলা পুলিশ অফিসার এবং ২ জন করে মহিলা কনস্টেবল থাকবেন। যখনই প্রয়োজন তখনই তাঁরা মেয়েদের এবং মহিলাদের সাহায্য করবেন। যে কোনও মহিলা সাহায্য চাইলে ১০০ বা ১১২ নম্বরে ডায়াল করতে পারবেন।
গোলাপী মোবাইল ভ্যান অবিলম্বে ঘটনাস্থলে ছুটে যাবে। এই ব্যবস্থায় মহিলাদের নিরাপত্তা বাড়ানো সম্ভব হবে। আসন্ন দুর্গাপূজার আগে এটি একটি উদ্যোগ যা পশ্চিমবঙ্গ পুলিশ তাদের মহিলা স্কোয়াডের মাধ্যমে মহিলাদের সাহায্য করার জন্য নিয়েছে৷ হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, পিঙ্ক মোবাইল সম্পূর্ণভাবে মহিলা দ্বারা পরিচালিত। নর্থ, সাউথ, সেন্ট্রাল এই তিনটি ডিভিশনে পিঙ্ক মোবাইল থাকবে।
প্রধানত যেখানে শপিং মল, হাসপাতাল, মহিলা স্কুল-কলেজে যেখানে মহিলারা বেশি থাকবেন সেখানে নজরদারি করা হবে। মহিলাদের প্রতি অপরাধ যাতে না হয় বা আটকানো যায় এবং দ্রুত যাতে এর ব্যবস্থা নেওয়া যায় সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ। মহিলাদের সুরক্ষার জন্য সমগ্র জেলায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সিসিটিভি বাড়ানো, নিরাপত্তা কর্মী এবং পুলিশের মধ্যে সংযোগ রক্ষা করে নিরাপত্তা সুনিশ্চিত যাতে করা যায় তার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তার মধ্যে এই ব্যবস্থাটি অন্যতম। ২৪ ঘন্টা পিঙ্ক মোবাইল পরিষেবা পাওয়া যাবে। এখানে ১ জন মহিলা আধিকারিক এবং দু’জন মহিলা কনস্টেবল থাকবেন। ১০০ বা ১১২ ডায়াল করে বা হাওড়া সিটি পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ জানানো যাবে। এর পাশাপাশি নারী শক্তি অ্যাপে কোনও অভিযোগ এলেও ব্যবস্থা নেওয়া হবে।