প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
কচিকাঁচাদের সঙ্গে শিশু দিবসে মাতলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোলে বসিয়ে আদরে ভরালেন ছোটদের। গিটারে শুনলেন স্কুল পড়ুয়াদের গান। বয়স নির্বিশেষে সকলের মধ্যে বিলোলেন চকোলেট ও উপহার।
মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা খুদেরাও। বৃহস্পতিবার দার্জিলিংয়ে কচিকাঁচাদের সঙ্গে শিশু দিবস বিশেষভাবে পালন করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।
বিভিন্ন স্কুলের পড়ুয়াদের সঙ্গে নাচে-গানে টিতে খোশমেজাজে ধরা দিলেন ‘দিদি’। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও জেলা প্রশাসনের বেশ কিছু আধিকারিক।
বৃহস্পতিবার একেবারেই অন্য মুডে ছিলেন মমতা। দার্জিলিং ম্যালে যান তিনি। সেখানে শিশুদের মধ্য়ে তিনি চকোলেট বিলি করেন। শিশুরা একেবারে ঘিরে ধরে তাঁকে। তিনি শিশুদের হাতে খেলনা তুলে দেন। প্রচুর শিশু এদিন মমতার চারপাশে একেবারে ঘিরে ছিল। তাদেরকে ঘিরে ধরেন মমতা। তিনি বার্তা দেন, শিশুরা আমাদের গর্ব, ওরাই আমাদের ভবিষ্যৎ। এবারই প্রথম নয়, এর আগেও মমতা পাহাড়ে গেলেই এলাকার শিশুদের আদর করেন তিনি পাহাড়ে কিংবা ডুয়ার্সে যাওয়ার পথে গাড়ি থামিয়ে বাচ্চাদের দিকে আগেও এগিয়ে যেতেন তিনি। এবারও তার অন্যথা হয়নি।
সকালে রিচমন্ড হিল থেকে বেরিয়ে মল রোডে হাঁটতে যান মুখ্যমন্ত্রী। সেখানেই কচিকাঁচাদের সঙ্গে মেতে ওঠেন তিনি। সবার সঙ্গে প্রথমে কথা বলেন। তারপর একটি স্কুলের পড়ুয়ারা মুখ্যমন্ত্রীকে গান শোনায়। মুখ্যমন্ত্রী শিশুদের মধ্যে চকোলেট বিলি করেন। তুলে দেন উপহার। মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরে খুশিতে মাতে শিশুরাও।