শ্যামপুর দুই নম্বর ব্লকের ডিহিমন্ডলঘাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন নয়জন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী।
রবিবার জয়ীদের হাতের শংসাপত্র তুলে দেন শ্যামপুর দুই নম্বর ব্লকের সমবায় পরিদর্শক রিজু সাহা। এদিন ফলাফল ঘোষণার পর সমবায়ের সদস্যরা ও তৃণমূল কর্মী সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। চলে মিষ্টি মুখের পালা।
জানা গেছে এই সমবায় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ২৮ অক্টোবর। যদিও ঐদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস সমর্থিত নয়জন প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়নপত্র না জমা দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই নয়জন জয়ী হলেন।
অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় প্রার্থীরা জয়ী হয় তাদের অভিনন্দন জানিয়েছেন ডিহিমন্ডলঘাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ বেরা। প্রসঙ্গত এই সমবায় সমিতির সদস্য সংখ্যা ৬৯৭।