সুমন তরফদার। কলকাতা সারাদিন।
প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ৯২ বছর বয়সে দিল্লির AIIMS-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রিয়ঙ্কা গাঁধী, রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়, মনমোহনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সকলে।
বৃহস্পতিবার রাতে AIIMS-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন। জানা গিয়েছে, রাতে বাড়িতে জ্ঞান হারান তিনি। শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি AIIMS-এ আনা হলেও শেষরক্ষা হয়নি। পৌনে দু’ঘণ্টার লড়াইয়ের পর মারা যান মনমোহন। তাঁর পরিবার, কংগ্রেসের নেতারা হাসপাতালে উপস্থিত ছিলেন। গিয়েছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। (Manmohan Singh Death)
২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত কয়েক মাসে আরও ভেঙে পড়েছিল শরীর। শেষ বার গত বছর সংসদে দেখা যায় মনমোহনকে। এ বছরের গোড়ায় রাজ্যসভার সাংসদ হিসেবে অবসর নেন মনমোহন। ইদানীং জনসমক্ষে সেভাবে দেখাও যেত না তাঁকে। ৯২ বছর বয়সে সকলকে ছেড়ে চলে গেলেন তিনি।
AIIMS জানিয়েছে, বাড়িতে জ্ঞান হারান মনমোহন। সেখানেই প্রাথমিক চিকিৎসা হয় তাঁর। তার পর আনা হয় হাসপাতালে। ভর্তি করা হয় জরুরি বিভাগে। ICU-তে চিকিৎসকরা দেখছিলেন মনমোহনকে। কিন্তু সব চেষ্টা বৃথা করে চলে গেলেন মনমোহন। এর আগে একাধিক বার বাইপাসসার্জারি হয় মনমোহনের। শেষ বয়সে চেহারা একেবারে ভেঙে গিয়েছিল।
দিল্লি সূত্রে খবর, শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে মনমোহনের। আজ রাতেই হাসপাতাব থেকে বের করে নিয়ে যাওয়া হবে মরদেহ। সমস্ত সরকারি কাজকর্ম কালকের জন্য বাতিল করে দেওয়া হয়েছে। আগামী কাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকও ডাকা হয়েছে বলে খবর। মনমোহনের প্রয়াণে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে। সকাল ১১টায় মন্ত্রিসভার বৈঠক, তার পরই সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হতে পারে।
মনমোহনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক মহান রাষ্ট্রনায়ককে দেশ হারাল বলে মন্তব্য করেছেন তাঁরা।
বৃহস্পতিবার বিকেলে বাড়িতে অজ্ঞান হয়ে যান মনমোহন। বাড়িতেই তৎক্ষণাৎ চিকিৎসা হয় তাঁর। এর পর তড়িঘড়ি AIIMS-এ আনা হয়। কিন্তু হাজার চেষ্টা সত্ত্বেও ফেরানো যায়নি তাঁকে। রাত ৯টা বেজে ৫১ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মমতা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহজির প্রয়াণে আমি স্তোকস্তব্ধ, ব্যথিত। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ওঁর সঙ্গে কাজ করেছি, ওঁকে কাছ থেকে দেখেছি। ওঁর পাণ্ডিত্য এবং প্রজ্ঞা প্রশ্নাতীত। ওঁর হাতে হওয়া দেশের অর্থনৈতিক সংস্কার সর্বজন স্বীকৃত। ওঁর অভিভাবকত্বের স্নেহের অভাব বোধ করব আমি। ওঁর পরিবার, বন্ধু, অনুগামীদের সমবেদনা’। (Mamata