রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
মৌনী রায় প্রথম থেকেই তাঁর লুক ঘিরে বারে বারে চর্চিত ভক্তমহলে। নাগিন ধারাবাহিক থেকেই মৌনীকে ঘিরে সিনে পাড়ায় জল্পনা তুঙ্গে।
তাঁর লুক থেকে শুরু করে পারফেকট ফিগারই যেন এক কথায় তাক লাগায় ভক্তদের। তবে এই শরীরী ভাঁজে যে সর্বদাই তিনি প্রশংসিত এমনটা নন।
বারে বারে তাঁকে কটাক্ষের শিকারও হতে হয়েছিল। একবার তাঁর কোমড়ের সাইজ সামনে আসতেই ওঠে প্রশ্ন।
নেটপাড়া স্পষ্টই জানিয়েছিল, কিছু খাওয়ার কথা। নয়তো তিনি অসুস্থ হয়ে পড়বেন। যদিও মৌনীর এই লুক কম বেশি সকলেরই পছন্দ। এবারও তাঁর ব্যতিক্রম হল না।
লুক থেকে ফিগার, মৌনী রায় বরাবরই ট্রোল কিংবা কটাক্ষের শিকার হয়ে থাকেন। যা নিয়ে বরাবরই চর্চা থাকে তুঙ্গে।
এবারও তার ব্যতিক্রম হল না। কারণ মৌনীর লুক। সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন নিয়ে হাজির তিনি। তাঁর সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যা নেহাতই কম নয়।
গত বছরের শেষভাগেই বন্ধুবান্ধবদের সঙ্গে গোয়া উড়ে গিয়েছিলেন মৌনী রায়। সেখান থেকেই নতুন বছর থেকে স্বাগত জানানোর পাশাপাশি সমুদ্র সৈকত থেকে তাঁর নানান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এই বলি-অভিনেত্রী।
তবে অভিনেত্রী ও তাঁর স্বামী যে একা সেখানে ঘুরতে গেছেন, তা কিন্তু নয় অনেক বান্ধবীদের সঙ্গে তাঁর দেখা মিলেছে। তার ছবিগুলি দেখে একের পর এক অনুগামীরা লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন। সাদা জামা পরে বেশ মিষ্টি লাগছে মৌনীকে। কম যাচ্ছে না তাঁর স্বামী সুরজও।
ছবিতে দেখা গেল ২০২৪ এর শেষ দিনের সূর্যাস্তের আলো নিজের শরীরে মাখিয়ে কালোরাঙা বিকিনি এবং সারঙ্গ পেঁচিয়ে সৈকতে দাঁড়িয়ে রয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেত্রী।
একঢাল খোলা চুল উড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেল বছর ৩৯-এর অভিনেত্রীকে।
প্রায় সময়েই তার হট লুক ছবি দিয়ে ভক্তদের মনে ঝড় ওঠে। স্বামীর সঙ্গে মাঝে মধ্যেই সুন্দর পোজে ছবি দেন বঙ্গতনয়া। ২০১৭ সালে অভিনেত্রী তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনি অভিনেত্রী ছাড়া একজন জনপ্রিয় মডেল।
ব্রহ্মাস্ত্র সিনেমায় খলনায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। হিন্দি ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন মৌনী।
কিউকি সাস ভি কাভি বহু হি ধারাবাহিক অভিনয় করে জনপ্রিয়তা শীর্ষে পৌঁছেছেন মৌনী।