কলকাতা সারাদিন

কলকাতা সারাদিন

ব্রেকিং
Latest Posts
Abhishek TMC legal cell : এসআইআর আতঙ্ক কাটাতে অভিষেকের নির্দেশে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল, ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুরBhangor SIR Suicide : এসআইআর আতঙ্কে বাংলায় ফের আত্মহত্যা, ২০০২ সালের ভোটার তালিকায় নাম খুঁজে না পেয়ে আতঙ্কে আত্মহত্যা ভাঙ্গড়েAnanya Panday: ‘অনেকে বলত, তোমার স্তন নেই, ফিগার মুরগীর ঠ্যাং-এর মতো’, ‘এখন বলেআমি নাকি সার্জারি করে নিতম্ব বড় করেছি’ বিষ্ফোরক সাক্ষাৎকারে Bollywood Actress অনন্যা পান্ডেAbhishek SIR Rally : ‘আগে মানুষ ভোট দিয়ে সরকার বেছে নিত, আজ মোদী সরকার নিজেই পছন্দের ভোটার বেছে নিচ্ছে’ এসআইআর ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ অভিষেকেরMamata SIR Rally : ‘যদি এই লিস্ট মিথ্যা হয়, তাহলে আপনার সরকারও মিথ্যা, আপনাদের চেয়ারও মিথ্যা’ ভোটার তালিকায় সংশোধনীর প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভেঙে দেওয়ার দাবি করলেন মমতা

বিতস্তা সেন। কলকাতা সারাদিন।

বাইরে যেন লু বইছে! প্রখর গ্ৰীষ্মেও শরীর তাই ঠান্ডা রাখাটাই আসল চ্যালেঞ্জ। এই সময় থেকেই স্বাস্থ্যের প্রতি যত্নশীল (Health Care) হওয়া প্রয়োজন। গরমকাল মানেই ঠান্ডা পানীয়ের দিকে ঝোঁক বেশি তৈরি হয়।

রাস্তায় কিংবা বাড়িতে, যখন তখন ঠান্ডা জল (Cold Water) খাওয়ার প্রবণতা তৈরি হয়। গ্রীষ্মের সময় শরীরকে হাইড্রেট রাখতে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত। তবে জলেই সবটা পূরণ হয় না। তার সঙ্গে ফলের রস (Fruit Juice), লস্যি (Lassi) খাওয়াও দরকার। তাতে মন ও শরীর, উভয়ই তৃপ্তি হয়।

গরমকালে লস্যির চাহিদা বেশ তুঙ্গে থাকে। বাইরের দোকান থেকে নয়, বাড়িতেই বানা এই সুস্বাদু পানীয়। বাংলা সাধারণত ঘোল বলা হয়। তবে এই ঘোল বা লস্য়ি বানানো কোনও ব্যাপার নয়।

সব উপকরণ মজুত থাকলে চটপট বানিয়ে নিতে পারবেন। বাড়িতে অতিথি এলে বা বন্ধুদের সঙ্গে আড্ডার সময় টক দই দিয়ে শরবত বানিয়ে নিতে পারবেন। কীভাবে বানাবেন, তা দেখে নিন একঝলকে…

 

উপকরণ

২ গ্লাস দই শরবত বা লস্যির জন্য লাগবে ৪০০ গ্রাম টক দই, ৩ টেবিলস্পুন চিনি, ৫টি কাজুবাদাম, কিসমিস ভেজানো, নুন এক চামচ, কাজু-কিসমিস কুচনো, ১০১২টা আইস কিউব।

 

কীভাবে বানাবেন

ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত দিয়ে গলা ভেজানোর জন্য প্রথমে সব উপকরণ একটি মিক্সিতে দিয়ে দিন। দই, চিনি, কাজুবাদাম, কিসমিস সব একসঙ্গে ব্লেন্ড করে নিন।

এরপর বরফের টুকরো ও নুন দিয়ে আবার মিক্সিতে ভালোভাবে মিশিয়ে নিন। দইশরবত বানাতে বেশি সময় লাগে না। তবে লক্ষ্য করবেন, লস্যি বানানোর সময় চিনি যেন গলে যায়।

তাহলে জিভে মিষ্টির স্বাদ অনেক কম লাগবে। পরিবেশনের সময় গোলাপের পাপড়ি, পুদিনা পাতা কিংবা কাজু-কিসমিস কুচনো ছড়িয়ে দিতে পারেন। সঙ্গে ২-৪টি আইস কিউব গ্লাসের মধ্যে দিয়ে দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *