ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Sukanta against Lovely Maitra Education Scam: সোনারপুর দক্ষিণের TMC MLA লাভলির শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিষ্ফোরক অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্তর, লাভলির প্রত্যুত্তর ‘ছাপার ভুল’

Sukanta against Lovely Maitra Education Scam: সোনারপুর দক্ষিণের TMC MLA লাভলির শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিষ্ফোরক অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্তর, লাভলির প্রত্যুত্তর ‘ছাপার ভুল’

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল বাংলার রাজনীতিতে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ তুলেছেন, তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একাধিক....

Sukanta against Lovely Maitra Education Scam: সোনারপুর দক্ষিণের TMC MLA লাভলির শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিষ্ফোরক অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্তর, লাভলির প্রত্যুত্তর ‘ছাপার ভুল’

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন করে বিতর্ক....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল বাংলার রাজনীতিতে।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ তুলেছেন, তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একাধিক জায়গায় রয়েছে ‘অসঙ্গতি’।

নথি দিয়ে প্রমাণ সহ অভিযোগ তোলায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

সুকান্তর বক্তব্য অনুযায়ী, লাভলি মৈত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিধানসভার সরকারি ও প্রচারমূলক নথিতে রয়েছে ভিন্ন ভিন্ন তথ্য।

এক জায়গায় বলা হয়েছে, তিনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন ২০২০ সালে। আবার কোথাও উল্লেখ, তিনি নাকি সেন্ট পল্‌স কলেজ থেকে ইতিহাসে স্নাতক। এমনকি বিধানসভার পরিচিতি পুস্তিকায় লেখা রয়েছে গোয়েঙ্কা কলেজ—যেখানে ইতিহাস বিষয়টি পড়ানোই হয় না।

এই নিয়ে লাভলি মৈত্র বলেন, “আমি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক পাশ করেছি। অন্য কোথায় কী লেখা আছে, কে ছেপেছে, আমি জানি না। যদি কোথাও ছাপার ভুল হয়ে থাকে, তার দায়িত্ব আমার নয়।”

তিনি আরও জানান, “আমি সেন্ট পল্‌স কলেজে ভর্তি হয়েছিলাম ঠিকই, কিন্তু অভিনয়ের কাজে ব্যস্ত থাকার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারিনি।”

https://x.com/DrSukantaBJP/status/1944238502151078028?t=KwR-o_ZeMzqcFR3qzu72Ow&s=08

সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, “একই ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা তিন জায়গায় তিন রকম! এটি নিছক ভুল নয়, এটি প্রমাণ করে যে, তৃণমূল শিক্ষাক্ষেত্রে দুর্নীতিকে প্রশ্রয় দেয়।”

তবে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে লাভলি মৈত্র কটাক্ষ করে বলেন, “এক হাফপ্যান্ট মন্ত্রী আমার নামে যা ইচ্ছে বলছেন। আমি মনোনয়নপত্রে যা দিয়েছি, সেটাই সত্যি। অন্য কোথাও ভুল থাকলে সেটি আমার দায় নয়।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর