সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
সামনেই দুর্গাপুজো। চটজলদি একটি ফেসপ্যাক রাতারাতি আপনার ত্বকের উজ্জ্বল্য বাড়িয়ে দেবে দশ গুণ।
তাই আর দেরি না করে দেখে নিন কিভাবে বাড়িতেই বানিয়ে নেবেন এই ফেসপ্যাক।
উপকরণ গুলো আপনার কাছে আছে তো? না হলে তালিকা মিলিয়ে যোগাড় করে বাড়িতে তৈরি করে ফেলুন এই হোমমেড ফেসপ্যাক।
উপকরণ
এক চামচ চিয়া সিড
এক চামচ দুধ
এক চামচ মধু
এক চামচ বেসন
এক চামচ এলোভেরা পাল্প
প্রণালী
প্রথমেই চিয়া সিডস এক চামচ দুধে ওভারনাইট বা তিন চার ঘন্টা ভিজিয়ে রাখুন। মিক্সিং যারে ভেজানো চিয়া সিড, মধু এবং বেসন ভালো করে মিশিয়ে নিন।
শেষে এলোভেরা মিশিয়ে মুখে লাগান। ৩০ মিনিট পরে হালকা গরম জলে ভালো করে মুখ ধুয়ে নিন।