সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে এক চিকিৎসককে নৃশংসভাবে হত্যা ও ধর্ষণের ঘটনায় শহর তথা গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। ন্যক্কারজনক এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। কিছু লোক ভারতে মহিলাদের বিরুদ্ধে যৌন সহিংসতার বিষয়টি তুলে ধরে পোস্ট শেয়ার করতে এবং সুরক্ষা সম্পর্কে প্রশ্ন তুলতে সোশ্যাল মিডিয়ায় নেমেছে।
পিপার স্প্রে মহিলাদের আত্মরক্ষার জন্য খুবই উপকারী। জরুরি অবস্থায়, আক্রমণকারীর চোখ লক্ষ্য করে এই স্প্রে করলে চুলকানি এবং জ্বলন হবে। যতবার প্রয়োজন ততবার চোখে স্প্রে করা যেতে পারে। পরিস্থিতির সঙ্গে টিকে থাকতে না পেরে আততায়ী পিছু হটতে বাধ্য হবে ৷ মহিলা ও ছাত্র-ছাত্রীরা বাইরে তাদের হ্যান্ডব্যাগে এবং ব্যাগে এই স্প্রে রেখে দিতে পারেন ।
Red Chilli Spray:মহিলা এবং মেয়েদের বাইরে যাওয়ার সময় তাদের ব্যাগে রেড চিলি স্প্রে রাখতে হবে। একা থাকলে বিপদের আশঙ্কা বুঝলেই আততায়ীদের উপর স্প্রে করুন ৷ নারী নিরাপত্তা বান্ধব গ্যাজেট জরুরি সময়ের জন্য খুবই সহায়ক। এগুলি ফ্লিপকার্ট এবং অ্যামাজনের মতো অ্যাপগুলিতে পাওয়া যায় ৷ এগুলোর মান, রঙ ও ডিজাইনের উপর নির্ভর করে বিভিন্ন দামে বাজারে পাওয়া যায়। কিছুটা হলেও বিপদের সময় এগুলো ঢাল হিসেবে কাজ করে। সব কিছুর আগে অবশ্য়ই বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হবে ৷ যাতে বিপরীত থাকা ব্যক্তি কিছু বুঝতে না পারেন ৷