সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, নবান্নে বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ থেকে ২৬ অক্টোবর ৮ জেলার স্কুল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।
পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য, মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ জেলায় ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ। বন্ধ থাকবে ফেরি চলাচল। প্রতিমুহূর্তে সতর্ক থাকার নির্দেশ ডিএম, এসপি-দের।
কাল থেকে শনিবার পর্যন্ত ৮ জেলায় সব কলেজ বন্ধ, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া রয়েছে এই জেলাগুলির তালিকায়।