ব্রেকিং

CPIM leader Tanmoy Bhattacharya : মহিলা সাংবাদিক হেনস্থায় দলের তদন্ত কমিটির মুখে তন্ময়

সুমন তরফদার। কলকাতা সারাদিন। মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনায় তদন্ত কমিটির মুখোমুখি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। এদিনই আলিমুদ্দিনে দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটির মুখোমুখি হলেন প্রাক্তন বাম বিধায়ক। ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই তিন সদস্যের কমিটি তৈরি করেছে সিপিএম। কমিটির নেতৃত্বে রয়েছেন অঞ্জু....

CPIM leader Tanmoy Bhattacharya : মহিলা সাংবাদিক হেনস্থায় দলের তদন্ত কমিটির মুখে তন্ময়

সুমন তরফদার। কলকাতা সারাদিন। মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনায় তদন্ত কমিটির মুখোমুখি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। এদিনই....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনায় তদন্ত কমিটির মুখোমুখি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। এদিনই আলিমুদ্দিনে দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটির মুখোমুখি হলেন প্রাক্তন বাম বিধায়ক। ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই তিন সদস্যের কমিটি তৈরি করেছে সিপিএম। কমিটির নেতৃত্বে রয়েছেন অঞ্জু কর। আরও দুই সদস্য নদিয়ার জেলা সম্পাদক সুমিত দে এবং নানুরের প্রাক্তন সিপিআইএম বিধায়ক শ্যামলী প্রধান।

এদিন তাঁদের ডাকেই দুপুর ১২টা ২৬ মিনিট নাগাদ আলিমুদ্দিনে যান তন্ময় ভট্টাচার্য। ঢোকার মুখে শুধু বললেন, ‘পার্টি ডেকেছে তাই এসেছি’। সঙ্গে এও জানান আলাদা করে তাঁর কোনও অভিযোগ নেই।

সূত্রের খবর, সাড়ে ১২টার সময় তাঁকে ডাকা হয়েছিল। তবে তার কিছু সময় আগেই তিনি পৌঁছে যান আলিমুদ্দিনে। অন্যদিকে অভ্যন্তরীণ তদন্ত কমিটির তিন সদস্য সকালেই আলিমুদ্দিনে চলে এসেছেন। ইতিমধ্যেই তাঁরা প্রবীণ বাম নেতার সঙ্গে কথা বলছেন বলে জানা গিয়েছে। ২৭ অক্টোবর কী ঘটনা ঘটেছিল, তা নিয়ে তন্ময়ের কী বক্তব্য সবটা তাঁর কাছে জানতে চাওয়া হবে বলে খবর।

অন্যদিকে শুধু ওই দিন নয়, পরবর্তীতেও ঘটনার কথা সামনে আসার পর সংবাদমাধ্যমের সামনে করা তাঁর কিছু মন্তব্যে বাড়ে বিতর্ক। সে সব নিয়েও তাঁকে প্রশ্ন করা হবে বলে খবর। প্রসঙ্গত, সম্প্রতি এক মহিলা সাংবাদিক ফেসবুক পোস্টে তন্ময়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। সাক্ষাৎকার নিতে গেলে তাঁর সঙ্গে অশালীন আচরণ করা হয় বলে দাবি তাঁর। ঘটনাকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতির আঙিনায় ওঠে ঝড়। কড়া আক্রমণ শানায় তৃণমূল। থানায় দায়ের হয় অভিযোগ। এবার শেষ পর্যন্ত পাকাপাকিভাবে সিপিএম কী অবস্থান নেয় এখন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলে।

আজকের খবর