সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
ডেস্টিনেশন বেঙ্গল। ডেস্টিনেশন কলকাতা। ডেস্টিনেশন বেঙ্গল সিলিকন ভ্যালি হাব।
মার্কিন যুক্তরাষ্ট্রের পরে এবার ব্রিটেন। কয়েকদিন আগেই মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে ঘোষণা হয়েছিল কলকাতায় ভারত মার্কিন যৌথ উদ্যোগে কলকাতায় তৈরি হবে সেমিকন্ডাক্টর প্লান্ট।
এবারে কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির জন্য বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখার জন্য আসছে ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধিদল।
তবে শুধুমাত্র সেমিকন্ডাক্টর শিল্পে নয়, সম্প্রতি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অন্যান্য শাখার পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরেও যেভাবে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে একের পর এক তথ্যপ্রযুক্তি সংস্থা কলকাতায় নিজেদের দপ্তর খুলেছে, উৎসাহিত হয়ে বাংলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরে বিনিয়োগের বিষয়ে আগ্রহ দেখিয়েছে একাধিক ব্রিটিশ তথ্যপ্রযুক্তি সংস্থা।
কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশন এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 18 ও 19 নভেম্বর ব্রিটেন থেকে বাংলায় সেমিকন্ডাক্টর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে আসছে ইউরোপের প্রথম সারির তথ্য প্রযুক্তি সংস্থা।
পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের জন্য নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এন্ড্রু ফ্লেমিং জানান, “পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্রে বিনিয়োগের যে বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে তাতে উৎসাহিত বোধ করেছে বৃটেনের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। আমরা আশা করছি ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে যৌথভাবে এখানে সেমিকন্ডাক্টর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরে বৃটেনের বিনিয়োগের সম্ভাবনা আর উজ্জ্বল হবে এই সফরের ফলে।”
ব্রিটেনের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি এবং সেমিকন্ডাক্টর শিল্প সঙ্গে যুক্ত সংস্থাগুলির আসন্ন কলকাতা সফরে ন্যাসকম এবং ইনোভেশনের সঙ্গে মতবিনিময়ের জন্য গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।
তবে শুধুমাত্র সেমিকন্ডাক্টর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরে নয়, বাংলায় ম্যানুফ্যাকচারিং বা নির্মাণ শিল্পেও বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে ব্রিটেনের সংস্থাগুলি।
মমতা বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বারে বারে দেশের বিভিন্ন রাজ্যের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির পাশাপাশি ইউরোপের প্রথম সারির তথ্যপ্রযুক্তির সংস্থাগুলিকে বাংলায় বিনিয়োগের এগিয়ে আসা জন্য আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি কলকাতায় ভারত মার্কিন যৌথ উদ্যোগে সেমিকন্ডাক্টর প্ল্যান তৈরীর সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরেই রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন আগামী দিনে বিশ্বের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থা এবং সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলির বিনিয়োগের জন্য আসন্ন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সময় নতুন সেমিকন্ডাক্টর নীতি ঘোষণা করবে রাজ্য সরকার।