এক বছর আগে বাগনানের রবিভাগ থেকে একটি সাদা কালাচ সাপ উদ্ধারের পর এবার শ্যামপর থেকে উদ্ধার হল একটি অ্যালবিনো কুকরি সাপ। জানা গেছে শনিবার শ্যামপুর থানার বানিয়া গ্রামে মাটি খোঁড়ার সময় কলেজ ছাত্র শুভাশীষ মাটির নীচে দুটি সাদা রঙের সাপ দেখতে পায়।
বিষয়টি শিক্ষক অয়ন বরকে জানায় শুভাশীষ। সাপের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌছায় পরিবেশকর্মী অভিক মাইতি। পরে তারা সাপ দুটিকে নির্জন জায়গায় ছেড়ে দেওয়া হয়।
অভিক মাইতি জানান এই উদয়কাল বা কুকরি সাপ সম্পূর্ন নির্বিষ। বন্যপ্রাণ সংরক্ষনকারী চিত্রক প্রামানিক জানান অ্যালবিনো উদয়কাল বা কুকরি সাপ সাধারনত দেখা যায়না।
অ্যালবিনিশম একটি জেনেটিক মিউটেশন। প্রানী জগতে অ্যালবিনিশিম বা পিগমেন্টেশন এর অভাবে দেহের ত্বকের রঙ ফ্যাকাশে বা সাদা হয়ে যায়। লিউশিজিমের জন্য দেহের রঙ সাদা হলেও চোখের রঙ কালো থাকে এবং অ্যালবিনো প্রানীর চোখের রঙ লাল হয় বলে জানান চিত্রক প্রামানিক।