সুমন তরফদার। কলকাতা সারাদিন।
লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের আগেই বড়সড়ো বাধা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শনিবারই দুবাই হয়ে লন্ডনে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, আপাতত সেই কর্মসূচিই বেশ কিছুটা পিছিয়ে যাচ্ছে। নেপথ্যে হিথরো বিমানবন্দরের অগ্নিকাণ্ড।
শনিবার সকালে দুবাই হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল মমতার। শুক্রবার লন্ডনের হিথরো বিমানবন্দরে হঠাৎ বিদ্যুতের সাবস্টেশনে আগুন লাগে। এই ঘটনার পরই বিশ্বের অন্যতম ব্যস্ততম এই বিমানবন্দরটি জরুরি ভিত্তিতে বন্ধ করে দেওয়া হয়। সমস্ত বিমান ওঠানামা বাতিল করা হয়। দমকল বিভাগের অন্তত ১০টি ইঞ্জিন এবং ৭০ জন কর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও, বিমানবন্দরটি শুক্রবার গভীর রাত পর্যন্ত বন্ধ রাখা হয়। সাময়িকভাবে বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি হয়েছে বলে জানা যাচ্ছে। সে কারণেই মমতার সফরও বেশ কিছুটা পিছিয়ে যাচ্ছে।
২২ তারিখ সকাল ৯টা ১০ মিনিটের বিমান ধরার কথা ছিল মমতার। মমতার সঙ্গে যাওয়ার কথা ছিল মুখ্যসচিব সহ বেশ কয়েকজন প্রতিনিধির। রাতে ৮টা নাগাদ তাঁদের হিথরো বিমানবন্দের পৌঁছানোর কথা ছিল।
এদিকে যেহেতু শনিবারই বেরিয়ে শনিবার রাতেই পৌঁছানোর কথা ছিল মমতাদের। ছিল ঠাসা কর্মসূচি। তাই তড়িঘড়ি সূচিকে বদল আনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। তবে এবার কবে আর কখন মমতা যাবেন সে বিষয়ে এখনও বিশদে কিছু জানা যায়নি। পরবর্তীতে তা জানানো হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়।আগে থেকেই সেইজন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি। এমনকী তিনি যতদিন থাকছেন না, ততদিন যাতে রাজ্যের প্রশাসনিক কাজে কোনও সমস্যা না হয় সেইজন্য টাস্ক ফোর্সও গঠন করে দিয়েছেন তিনি।
হিথরো বিমানবন্দরে এই অগ্নিকাণ্ডের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর নিয়ে জল্পনা শুরু হয়। পরিস্থিতি খতিয়ে দেখে তাঁর সফর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্ন থেকে অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, নতুন সফরসূচি অনুযায়ী, আগামী সোমবার (২৪ মার্চ) লন্ডনের উদ্দেশে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর এই লন্ডন সফরে লন্ডনে বিভিন্ন সাংস্কৃতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কথাও রয়েছে তাঁর কর্মসূচিতে। সফর পিছিয়ে যাওয়ায় প্রশাসনের তরফে নতুন করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা এবং সফরের প্রতিটি বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এছাড়াও, লন্ডনে প্রবাসী বাঙালিদের সঙ্গে যোগাযোগ এবং অন্যান্য কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গিয়েছে, ২৪ মার্চ সোমবার সকালে এয়ার ইন্ডিয়ার বিমানে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনযাত্রা পিছিয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রীর সেখানে থাকার সময়ও কমছে। ২৫, ২৬ এবং ২৭ মার্চ – পরপর তিনদিন সেখানে একাধিক অনুষ্ঠান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাণিজ্য বৈঠক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেওয়া ছাড়াও ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও একটি বৈঠক করার কথা তাঁর। পূর্বসূচি অনুযায়ী, সেসব শেষ হলে ২৮ তারিখ লন্ডন থেকে ফের কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি। তবে নতুন সফরসূচিতে মুখ্যমন্ত্রীর ফেরার দিন বদল হচ্ছে কি না, তা এখনও অজানা।