ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।
ধর্মীয় ভাবগাম্ভীর্যে নানান কর্মসূচির মধ্যে দিয়ে রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হচ্ছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষ্যে রাজশাহীতে শোভাযাত্রা ও জশনে জুলুস বের করা হয়।
রাজশাহী মহানগর গাউছিয়া কমিটি উদ্যোগে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে মহানগরীর শিরোইল কলোনির ৪ নম্বর গলি এলাকায় থাকা বায়তুল মামুর জামে মসজিদ থেকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিশাল জশনে জুলুস বের করা হয়।
এটি মহানগরীর গৌরহাঙ্গা রেলগেট হয়ে নিউমার্কেট, গণকপাড়া, সাহেব বাজার জিরোপয়েন্টসহ বিভন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে হযরত শাহ মখদুমের (রহ.) দরগা শরীফে গিয়ে শেষ হয়। সেখানে গিয়ে মাজারে চাদর মোড়ানো হয়।
এসময় সমগ্র মুসলিম উম্মাহ, দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন- শিরোইল কলোনির বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা আতাউল মোস্তাফা কাদেরী। সেখান থেকে মসজিদে ফিরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে তোবারক বিতরণ করা হয়।
এদিকে, একই দিন সকাল ৯টায় মুখতারীয়া দরবার শরীফ এর উদ্যোগে মহানগরে আলাদা জশনে জুলুস বের করা হয়। জশনে জুলসটি দরবার শরীফ থেকে শুরু হয়ে মহানগীর বিভিন্ন সড়ক ঘুরে খনকাহে শেষ হয়। জশনে জুলুসটি নেতৃত্ব দেন শাহাজাত নান্নু হুজর। এর হযরত মোহাম্মাদ (সা:) এর জিবনী আলোচনা শেষে তোবারক বিতরণ করা হয়।
আন্যদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন ভবনে করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। দিবসটির তাৎপর্য তুলে ধরে মসজিদে মসজিদে বয়ান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।