শোভন গায়েন। কলকাতা সারাদিন।
দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার X প্ল্যাটফর্মে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচিত জুরির নাম ঘোষণা করেছেন।
ভারতীয় চলচ্চিত্রে প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিশিষ্ট অবদানের জন্য তাঁকে সম্মানিত করা হবে।
https://x.com/AshwiniVaishnaw/status/1840609074041225415?t=k5aZCYclzLyB_5rlnkcDcA&s=19
আগামী ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই বিশিষ্ট অভিনেতাকে পুরস্কার প্রদান করা হবে।