সুমন তরফদার। কলকাতা সারাদিন।
রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে শোকজ করলো নির্বাচন কমিশন। উপ নির্বাচনের প্রচারে অংশ নিয়ে পুলিশের পোশাকে অশোকস্তম্ভ নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করেছিলেন এই বিজেপি নেতা। এই নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল।
তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে বিজেপির এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
সেই সঙ্গে তথ্য-প্রমাণ তুলে ধরেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলে সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন খতিয়ে দেখে সমস্ত বিষয়। এরপর সুকান্ত মজুমদারকে শোকজ চিঠি ধরছে কমিশন। জবাবটা হয়েছে কেন ওই ধরনের মন্তব্য করেছেন তিনি।
এই ধরনের মন্তব্য নির্বাচনী বিধি ভঙ্গের আওতায় পড়ে বলে দাবি ছিল তৃণমূলের। উল্লেখ্য আগামী ১৩ নভেম্বর রাজ্যে ছয়টি বিধানসভার উপনির্বাচন। আর সেই নির্বাচনী প্রচারে নেমেই সুকান্ত মজুমদার জাতীয় অশোক স্তম্ভ নিয়ে মন্তব্য করেন। দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার পক্ষে যথেষ্ট বলে অভিযোগ ওঠে। অশোক স্তম্ভের প্রতি দেশের যে সম্মান তা নষ্ট হয়েছে ওই মন্তব্যে জেরে এমন অভিযোগ করা হয়।
সোমবার দুপুর ২ টো ৫৯ মিনিটে কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অশোক স্তম্ভ নিয়ে যে মন্তব্য করার অভিযোগ উঠেছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্তের বিরুদ্ধে, তা নিয়ে রাত আটটার মধ্যে জবাব দিতে হবে। অর্থাৎ পাঁচ ঘণ্টার মধ্যে সুকান্তের থেকে জবাব চেয়েছে কমিশন।
উপ নির্বাচনের প্রচারে তৃণমূলকে আক্রমণ শানাতে গিয়ে সুকান্ত বলেছিলে, ‘পুলিশের উর্দি পরে তৃণমূলের দালালি করবেন না। তা যদি করেন, তবে যে টুপি ও ঘাড়ে অশোক স্তম্ভটা পরেন তা খুলে রাখুন এবং একটা হাওয়াই চটির সিম্বল লাগিয়ে নিন।’