শোভন গায়েন। কলকাতা সারাদিন।
আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছে গোটা বাংলা। একের পর এক বিক্ষোভ আন্দোলন কর্মসূচি গ্রহণ হয়েছে রাজ্যের প্রতিটি স্থানে। নারী নিরাপত্তার দাবিতে রাত দখল কর্মসূচি পালন হয়েছিল কলকাতার রাস্তায়। এবার সেই আন্দোলনকে নিয়েই মন্তব্য করে সমালোচনার ঝড় তুললেন তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্র।
বিজেপি এবং সিপিএমকে নিশানা করে বক্তব্য রাখতে গিয়ে মেয়েদের রাত দখল কর্মসূচিকে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় আক্রমণ করেন তিনি! এমনটাই অভিযোগ উঠে আসছে।
নারী সুরক্ষা ও নারী নিরাপত্তায় অপরাজিতা বিল এনেছে রাজ্য সরকার। কিন্তু সেই দিন আইনে পরিণত করার জন্য দরকার রাষ্ট্রপতির স্বাক্ষর। অপরাজিতা বিলকে আইনে পরিণত করার ক্ষেত্রে বিন্দুমাত্র উৎসাহ দেখাচ্ছে না কেন্দ্র প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করে এসেছে তৃণমূল। রবিবার সন্ধ্যায় অপরাজিতা বিলের সমর্থনে সোনারপুরে একাধিক জায়গায় ধর্না কর্মসূচির আয়োজন করে তৃণমূল। সেই ধরনা কর্মসূচির মঞ্চ থেকে এমন মন্তব্য করলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক।
স্টেজে বক্তব্য রাখতে উঠে সরাসরি রাত দখলে অংশ নেওয়া আন্দোলনকারীদের ‘তুই’ বলে সম্বোধন করেন লাভলি। বলেন, ‘কত বড় মূর্খ, ব্যানারটা যদি করিস একটু আলাদা কর, সেই লাল কালো।’ তিনি আরও বলেন, কমিউনিস্ট পার্টির আদলে হয়েছে নাগরিক সমাজের রাত দখল কর্মসূচি।
তবে এতেই থেমে থাকেননি তিনি। এরপর সরাসরি জুনিয়র চিকিৎসক থেকে নাগরিক সমাজের আন্দোলনকারীদের উল্লেখ করে তিনি বলেন, রাত দখলে নাচন-কোঁদন, গিটার বাজিয়ে গান, সব কিছু চলেছে! আসলে তিলোত্তমার বিচার নয়, বিরিয়ানি খেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে নেশা ভাং করাটাই তাদের লক্ষ্য ছিল বলে, তীব্র কটাক্ষ করেন লাভলি। এই ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা সারাদিন) প্রকাশ্যে আসছে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।